বজবজ: আবারও সোনার দোকানে ডাকাতি। ভরসন্ধ্যায় ক্রেতা সেজে দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নোদাখালিতে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে। দোকানের মালিক দীপক সামন্তের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালি থানায় এলাকার আলমপুর হাই রোডের ধারেই ওই দোকানটি।
দোকানের কর্মচারীরা জানাচ্ছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে তিন যুবক আসেন। তাঁরা ক্রেতা সেজেই ওই সোনার দোকানে ঢোকেন। আচমকাই আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানে লুঠপাট চালান। সোনা রূপোর গয়না লুঠ করে, ক্যাশ বাক্স নিয়ে দোকান থেকে বেরিয়ে যায় তারা।
ঠান্ডা মাথায় দোকান থেকে বেরিয়ে বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ডাকাতরা চলে যেতেই খবর দেওয়া হয় বিড়লাপুর তদন্ত কেন্দ্রে ও নোদাখালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ওই সোনার দোকানের মালিক দীপক সামন্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকা ও দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
চলতি মাসেই হাওড়াতেই একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। ক্রেতা সেজে ভিতরে ঢুকে গয়না চুরি করার অভিযোগ ওঠে এক মহিলার বিরুদ্ধে। পরে সিসিটিভি ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করা যায়। তাকে গ্রেফতারও করা হয়।
এর আগে রানাঘাট ও পুরুলিয়া স্বর্ণ প্রস্তুতকারক ও বিক্রেতা সংস্থার দোকানে ডাকাতি হয়। তাতে অবশ্য বিহার গ্যাঙের যোগ পাওয়া যায়। গত মাসেই সোনারপুরের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এভাবে রাজ্যে পরপর সোনার দোকানে ডাকাতির ঘটনায় উদ্বেগে সোনার দোকানের মালিকরা।