কুলপি: রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ আগেই উঠেছে। স্থানীয় বাসিন্দাদের বারংবার প্রতিবাদ জানিয়ে সরব হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পরও ঠিকাদার সংস্থাগুলোর যে হুঁশ ফিরছে না,তা আরও একবার সমানে প্রকাশ্যে এল।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের পর এবার কুলপিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নির্মীয়মাণ রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। অভিযোগ, রাস্তা তৈরি করার ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাস্তার পিচ সহ স্টোনচিপ উঠে যাচ্ছে।
কুলপি ব্লকের করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর থেকে শ্যামনগর হয়ে রাঙাতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়েছিল। রাস্তা তৈরির জন্য জেলা পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রায় ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়। গত দু’দিন আগে রাস্তার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা।অভিযোগ, পিচের এই রাস্তাটি কাজ করে যাওয়ার ২৪ ঘণ্টা পর রাস্তা থেকে পিচ উঠতে শুরু করেছে। হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে রাস্তার সমস্ত সামগ্রী। গ্রামবাসীরা প্রতিবাদ জানানোর পর থেকে রাস্তা তৈরির যন্ত্রাংশ ফেলে রেখে বেপাত্তা ঠিকাদার সংস্থার কর্মীরা।
বিষয়টি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের নজরে আনা হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বৈরাগী। তিনিও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি নিয়ে সরব হয়েছেন। অন্যদিকে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, যদি খারাপ কাজ হয় গ্রামবাসীদের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। যারা কাজ করছে তাদের উচিত সঠিক ভাবে কাজ করা।