Canning: ভয়াবহ! বাঁশ-লাঠি নিয়ে রাতে বাড়িতে ঢোকে ৫০-৬০ জন, তারপর নাবালিকার সঙ্গে ঘরে যা হল…

Canning: আক্রান্ত ওই নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়দের সঙ্গেই তাঁদের বিবাদ ছিল।  অভিযোগ, শুক্রবার রাতে আচমকাই ৫০-৬০ জন স্থানীয় লোকজন লাঠি বাঁস হাতে নিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে। সে সময়ে সামনে পড়ে যায় ওই নাবালিকা।

Canning: ভয়াবহ! বাঁশ-লাঠি নিয়ে রাতে বাড়িতে ঢোকে ৫০-৬০ জন, তারপর নাবালিকার সঙ্গে ঘরে যা হল...
ক্যানিংয়ে আক্রান্ত নাবালিকাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 8:48 AM

দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাড়িতে চড়াও হয়ে নাবালিকাকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য।নাবালিকা ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানাচ্ছেন, মাথায় আঘাত রয়েছে ওই নাবালিকার। তাকে সিটি স্ক্যান করাতে হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের লেবুখালি গ্রামের সর্দার পাড়ায়।

আক্রান্ত ওই নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের দুঃসম্পর্কের আত্মীয়দের সঙ্গেই তাঁদের বিবাদ ছিল।  অভিযোগ, শুক্রবার রাতে আচমকাই ৫০-৬০ জন স্থানীয় লোকজন লাঠি বাঁস হাতে নিয়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে। সে সময়ে সামনে পড়ে যায় ওই নাবালিকা।

নাবালিকাকে সামনে পেয়ে তার ওপরেই চড়াও হয় অভিযুক্তরা। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। তার চিৎকারেই ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা।  নাবালিকাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও দু’জন। তাঁদেরও পিঠে, মাথায় গুরুতর চোট লাগে।  পরে প্রতিবেশীরা চলে আসায় অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়।

ওই পরিবার রাতেই মারধরের ঘটনাটি জানিয়েছে বাসন্তী থানার স্থানীয় নির্দেশখালি পুলিশ ক্যাম্পে। ঘটনা সঙ্গে নাম জড়িয়েছে স্থানীয় বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য হাসানুজ্জামান সর্দারের। এদিকে ওই নাবালিকার বাবা তিনি অভিযুক্তদের দ্রুত আইনানুগ শাস্তি দাবি করেছেন। যদিও অভিযুক্তদের তরফে এখনও পর্যন্ত কারোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।