Bhangar: কলকাতা পুলিশ নাজেহাল, ISF-TMC সংঘর্ষে অগ্নিগর্ভ ভাঙড়, চলল গুলি

ISF-TMC Clash: ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাঁরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনার পরেই তাঁদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় রেফার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 7:37 PM

ভাঙড়: সামনেই লোকসভা নির্বাচন। সলতে পাকানোর কাজটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব রাজনৈতিক দলই। এরইমধ্যে ফের তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে ব্যাপক ঝামেলা দেখা গেল আইএসএফ ও তৃণমূলের মধ্যে। নওশাদ শিবিরের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। উল্টে তৃণমূলের লোকজনেদের মারধর ও গুলি করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের খড়গাছি এলাকায়। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে কয়েকদিন আগেই ভাঙড়ের চার্জ নিয়েছে কলকাতা পুলিশ। নতুন ডিভিশনও খোলা হয়েছে। 

সূত্রে খবর, এদিন খড়গাছি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফের লোকজন। অভিযোগ, সেই সময়েই তৃণমূলের লোকজন এসে তাঁদের বাধা দেয়। তখনই দু-পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই প্রথমে এলাকায় যায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী। এখনও চলছে পুলিশি টহল। 

সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তাঁরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ঘটনার পরেই তাঁদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর সরাসরি তাঁদের কলকাতার সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ বলে তাঁর পরিবারের সদস্যদের দাবি।