দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের এক পাথর মিস্ত্রিকে কাজের নাম করে ডেকে নিয়ে গিয়ে অপহরণের অভিযোগ। পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায় করল অপরাধীরা। এমনই চাঞ্চল্যকর দাবি ওই ব্যক্তির। ক্যানিং থানার দাঁড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের গোবরামারির বাসিন্দা গোপাল সরদারকে কাজের প্রলোভন দেখিয়ে ২৮ অক্টোবর অপহরণ করে দুষ্কৃতীরা। এরপর অচেনা জায়গায় নিয়ে গিয়ে গোপালকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে। তাতে তাঁর মাথা ফেটে যায়। মারধর করার পাশাপাশি ৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে গোপালের ফোন থেকে তাঁদের বাড়ির ফোন করে টাকা চাওয়া হয়।
তাঁদের দাবি মতো, প্রায় ২ লক্ষ টাকা দেওয়া হয় শুরুতে। পরে পরিবারের লোকজন ক্যানিং থানার দারস্থ হন। সেই ঘটনাটা জানতে পেরে ঘটনার তদন্ত শুরু করে ক্যানিং থানার পুলিশ। গোপালের ফোনের টাওয়ার লোকেশন ধরে মথুরাপুর থানার খটির বাজার এলাকায় পৌঁছয় ক্যানিং থানার একটি টিম। সেখানে একটি জঙ্গল পুলিশ ঘিরে ফেলতেই বেগতিক বুঝে গোপালকে ফেলে রেখে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা।
সুযোগ বুঝে গোপালও ওখান থেকে পালিয়ে ট্রেন ধরে ক্যানিংয়ে আসার চেষ্টা করেন।এরপর ক্যানিং থানার পুলিশ বুধবার রাতে বারুইপুর ও ক্যানিং দুই থানার সীমান্তে বেতবেড়িয়া এলাকা থেকে গোপালকে আহত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে ক্যানিং থানার পুলিশ।