দক্ষিণ ২৪ পরগনা: ঝমঝমিয়ে বৃষ্টি। তার মধ্যেই একটা হলুদ রঙা ট্যাক্সি দাঁড়িয়ে ছিল বাসস্ট্যান্ডের সামনে। ভিতরে বসে কয়েকজন। আপাত দৃষ্টিতে তাঁদের যাত্রী মনে হওয়ারই কথা। কিন্তু দুঁদে পুলিশ কর্তাদের নজর ছিল তাঁদের ওপর। টহলদারি ভ্যান নিয়ে কাছে এগোতেই ট্যাক্সি নিয়ে উর্ধ্বঃশ্বাসে পালানোর চেষ্টা চালক ও যাত্রীদের। পুলিশও নাছোড়বান্দা। বৃষ্টির মধ্যেই চলছিল ‘রেস’। কয়েক কিলোমিটার যাওয়ার পর অবশেষে ওই ট্যাক্সিকে ধরে ফেলে পুলিশের ভ্যান। একেবারে ফিল্মি কায়দায় অস্ত্র-সহ ডাকাতদলকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।
জানা যাচ্ছে, হাওড়া থেকে একটি ট্যাক্সি ভাড়া করেছিল ক্যানিংয়ের চার যুবক। মঙ্গলবার রাতে বৃষ্টির মধ্যেই ক্যানিংয়ের তালদি বাস ষ্ট্যান্ড সংলগ্ন এলাকার রাস্তার উপর দাঁড়িয়ে ছিল ট্যাক্সিটি। গোপন সূত্রে খবর পৌঁছে যায় ক্যানিং থানায়। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।
বিপদ আঁচ করে দুষ্কৃতীরা তালদির খিরিশতলা থেকে দ্রুত গতিতে ক্যানিং বাজারের দিকে রওনা দেয়। ট্যাক্সির পিছু ধাওয়া করে ক্যানিং থানার পুলিশ টিম। প্রায় সাত কিলোমিটার রাস্তা ধাওয়া করে পুলিশ। এরপর ক্যানিং-বারুইপুর রোডের ক্যানিং মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকা ধরে ফেলে ট্যাক্সিটিকে। গ্রেফতার করা হয় ছিনতাইবাজ জিসান গাজি,জুম্মান গাজি,আসান আলি গাজি, সারির কাজি ও ট্যাক্সি চালক সুখদেব প্রসাদ যাবদকে। ধৃতদেরকে বুধবার আদালতে পেশ করা হয়।
ধৃতদের কাছ থেকে একটি লোহার রড, দুটি ছুরি, তিনটি ধারালে দা, একটি নেপলা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ট্যাক্সিটিকে বাজেয়াপ্ত করা হয়েছ। ধৃতদের মধ্যে জিসান ও জুম্মানের বিরুদ্ধে একধিক দুষ্কৃতী কাজ করার অভিযোগ রয়েছে।