দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবারে অল্পবিস্তর হয়েছে। ভোর রাত থেকে এক টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বারুইপুর পুরসভার একাধিক ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকা। বারুইপুর পুরসভার ৪, ১৩, ১৪ নম্বর ওয়ার্ড ও পাশের মদারাট গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তায় জল জমে যাওয়ায় বিপত্তি বেড়েছে। জল পেরিয়েই চলছে নিত্য যাতায়াত।
নিকাশি ব্যবস্থা নিয়ে এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিনের। অল্প বৃষ্টিতেই এখানে জয় দাঁড়িয়ে যায়। নিকাশি ব্যবস্থা ঠিক থাকলে, বৃষ্টির কয়েক ঘণ্টার মধ্যেই জল নেমে যেতে পারে। কিন্তু তা হচ্ছে না। তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “অল্প বৃষ্টিতেই জল জম যায়। এ আজকের সমস্যা নয়। দীর্ঘদিনের। ছোটো বাচ্চাগুলোকে এর মধ্যেই স্কুলে নিয়ে যেতে হয়।” এরইমধ্যে বারইপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের শাহজাহান রোডে অবস্থিত মসজিদের কাছে বহু পুরনো একটি বটগাছ ইলেকট্রিক পোস্ট সমেত উপড়ে গিয়ে রাস্তায় পড়ে রয়েছে। বারুইপুর পুর স্টেশনে যাওয়ার রাস্তাটি পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে। গাছ কাটার জন্য ইতিমধ্যেই বনদফতরকে খবর দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে নিকাশি ব্যবস্থা ঠিক করার আশ্বাসও দেওয়া হয়েছে। দ্রুত পাম্প বসিয়ে যাতে জল বার করা সম্ভব হয়, তার চেষ্টা চলছে। এদিকে, আবার আগামী ২৪ ঘণ্টায় এই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে আরও একটানা বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হবে, উদ্বিগ্ন এলাকাবাসীরা।