ক্যানিং: মদ খাওয়ার প্রতিবাদ করেছিলেন। আর সেটাই হল কাল। রাত্রিবেলা মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত প্রতিবাদী এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের অন্তর্গত তালদি আন্ধারিয়া শীতলা মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। আক্রান্ত যুবকের নাম সম্রাট সর্দার। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, ক্যানিং থানার তালদি এলাকায় আন্ধারিয়া ও চাঁদখালি স্টেশন সংলগ্ন রাস্তার পাশে প্রতিদিনই সন্ধ্যার পর অসামাজিক কার্যকলাপ চলে। মঙ্গলবার রাতে বাইক চালিয়ে তালদি আন্ধারিয়া এলাকায় কাকার বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় রাতের অন্ধকারে চার মদ্যপ যুবক পথ আগলে দাঁড়ায়। তাঁদের মাঝ রাস্তা থেকে সরে যেতে বললে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমি বাড়ি ফিরছিলাম। সেই সময় শীতলা মন্দিরের কাছে কিছু মদ্যপ যুবক রাস্তা আটকে ছিল। যার ফলে আমি দাঁড়িয়েছিলাম। পিছনে আরও গাড়ি দাঁড়িয়েছিল। আমি তাই ওদের বললাম তোরা গাড়ি সাইডে সরিয়ে বস। এরপর একজন এসে আমায় বালা দিয়ে মারে। আরও কয়েকজন এসে পাথর দিয়ে মেরেছে।”
অভিযোগ প্রতিবাদ করতেই গোপাল সর্দার,রাজেশ সর্দার,শেখর গায়েন,রবীন বিশ্বাস নামে চার যুবক সম্রাটের উপর ঝাঁপিয়ে পড়ে। তাকে বেধড়ক মারধর করে বাইক ভাঙচুর করে বলে অভিযোগ। মদ্যপ যুবকদের কবল থেকে কোনওক্রমে পালিয়ে রক্তাক্ত অবস্থায় কাকার বাড়িতে হাজির হয়। পরিবারের লোকজন আক্রান্তকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।