Sundardan: বর্ষার ভাল চাষের আশায় সুন্দরবনে চালু গরু দৌড় প্রতিযোগিতা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 17, 2022 | 1:49 PM

West Bengal: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মেরিগঞ্জের টাটপাড়া তরুণ সংঘ এই প্রতিযোগিতার আয়োজন করে। ২৯ তম বর্ষে পদর্পণ করল এই প্রতিযোগিতা।

Sundardan: বর্ষার ভাল চাষের আশায় সুন্দরবনে চালু গরু দৌড় প্রতিযোগিতা
গরু দৌড় প্রতিযোগিতা (নিজস্ব ছবি)

Follow Us

সুন্দরবন: শুরু হল অভিনব গরু দৌড়। বর্ষার ভাল চাষের আশায় সুন্দরবনে শুরু হয়েছে এই অভিনব প্রতিযোগিতা।

স্থানীয় সূত্রে খবর, এই প্রতিযোগীতা দীর্ঘদিনের। প্রতিবছরের ন্যায় এই বছরও শুরু হয়েছে গরু দৌড় প্রতিযোগিতা। স্থানীয় ভাষায় একে বলা হয় মইছাড়া। প্রত্যেক বছর এই প্রতিযোগিতায় স্থানীয় কৃষক সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কৃষক তাদের নিজস্ব গরু নিয়ে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকে। জানা গিয়েছে, শনি ও রবিবার এই দু’দিন ধরে চলবে প্রতিযোগিতা।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মেরিগঞ্জের টাটপাড়া তরুণ সংঘ এই প্রতিযোগিতার আয়োজন করে। ২৯ তম বর্ষে পদর্পণ করল এই প্রতিযোগিতা। চলতি বছর সুন্দরবনের বিভিন্ন প্রান্তের চল্লিশ জোড়া গরু অংশ গ্রহণ করছে। সুন্দরবনের কৃষকরা মনেপ্রাণে বিশ্বাস করেন এই গরুদৌড় প্রতিযোগিতা করলে চাষ ভাল হয়। তাই প্রতিবছর বর্ষার শুরুতে মাঠে জল জমলেই এই প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় চাষিরা।

সুন্দরবন এলাকার বাসন্তী,ক্যানিং, কুলতলি,জীবনতলা, জয়নগর সহ বিভিন্ন এলাকার মানুষজন উৎসাহিত হয়ে আসেন। একদিকে ভাল চাষের আশায় অন্যদিকে চাষের আগে নিজেদের গরুগুলি সুস্থ আছে কি না তা দেখে নেওয়ার জন্য এই আয়োজন।

প্রতিবছর বর্ষার শুরুতে মাঠে জল জমলেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠে হাঁটুখানেক জলের মধ্যে দুই জোড়া গরুকে একসঙ্গে একটি মইয়ের (বাঁশ দিয়ে নির্মিত সিঁড়ি) সঙ্গে বেঁধে তাদের ছোটানো হয়। যে জোড়া গরু অন্য জোড়াকে হারিয়ে নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারবে সেই গোরু জোড়াকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় জয়ীদের জন্য নগদ অর্থ সহ  স্টিলের আলমারি, বালতি, কলসি, সুটকেস, ফ্যান সহ বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। এছাড়া ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকে বিভিন্ন ধরনের শান্তনা পুরস্কার।

এ দিনের, এই গরু দৌড় দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই খেলা নিয়ে উদ্যোক্তাদের বক্তব্য, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে সেভাবে কোনও সাধারণ মানুষের মনোরঞ্জন নেই। তাছাড়া চাষীরা মনে করেন এই মইছাড়া করলে চাষ ভাল হয়। চাষের জন্য ব্যবহৃত গরুগুলি ঠিক আছে কি না সেগুলি ও দেখে নেওয়া যায়।রবিবার এই প্রতিযোগিতার শেষ দিন।

Next Article