নামখানা: রেমালের দাপট তোলপাড় করেছে উপকূলকে। সেই দুর্যোগের বলি হলেন এক বৃদ্ধা। সোমবার সকালে প্রবল বৃষ্টির সঙ্গে হাওয়ার দাপটে গাছ ভেঙে পড়ে ওই বৃদ্ধার বাড়িতে। এরপরই বাড়ি ধসে মৃত্যু হয় রেণুকা মণ্ডল নামে ৮০ বছর বয়সি মহিলার। নামখানার মৌসুনি দ্বীপের ঘটনা। কলকাতাতেও বিপজ্জনক বাড়ির অংশ ভেঙে একজনের মৃত্যু হয় রবিবার। এই নিয়ে রেমালের দুর্যোগ ২ জনের প্রাণ কাড়ল।
জানা গিয়েছে, এদিন সকালে বাড়ির পাশের টিনের ছাউনি দেওয়া মাটির রান্নাঘরে বসেছিলেন বৃদ্ধা। আচমকা সেই সময় পাশের একটি গাছ ভেঙে রান্নাঘরের উপরে পড়ে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রান্নাঘরের ছাউনি।
তড়িঘড়ি পরিবারের লোকজনেরা সেখান থেকে বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়েছেন। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
রেমালের তাণ্ডবে সুন্দরবনের উপকূলের এলাকা কার্যত তছনছ। প্রবল বৃষ্টি, ঝড়ে লণ্ডভণ্ড। বহু কাঁচাবাড়ি ভেঙে পড়েছে, দোকানের ছাউনি উড়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রবিবার রাত পর্যন্ত ১ লক্ষ ১০ হাজার মানুষকে ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে। তবে কেন এই বৃদ্ধা বাড়ি রয়ে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।