
বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জালে উঠে এল ৫০ লক্ষেরও বেশি টাকার মূল্যবান 'সম্পত্তি'। কী জানেন? জালে ধরা পড়ল শতাধিকের বেশি তেলে ভোলা। সোমবার রাতে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তে ১১৪টি তেলে ভোলা মাছ বিক্রি হল ৫০ লক্ষের বেশি টাকায়।

৮০টি মেয়ে মাছের দাম ছিল সবচেয়ে বেশি। এর মধ্যে দুটি তেলে ভোলার ওজন ছিল ৪০ কেজি ও ৩২ কেজি। বাকি সমস্ত মাছের ওজন ছিল ১০ থেকে ২০ কেজির মধ্যে। কেজি প্রতি তেলে ভোলা মাছের পাইকারি দাম উঠেছিল প্রায় সাড়ে চার হাজার টাকা করে।

ইলিশের মরশুমে ডিজেল পুড়িয়ে বারংবার ট্রলারগুলো গভীর সমুদ্রে গেলেও, মাছ না মেলায় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল বহু ট্রলার মালিকদের। ক্ষতির মুখে পড়েছিলেন হাজার হাজার মৎস্যজীবীরাও। আচমকা এতগুলো তেলে ভোলা মাছ একটি ট্রলারের মৎস্যজীবীর জালে উঠে আসায় হতবাক কাকদ্বীপ ও নামখানা মৎস্যজীবীরাও।

কাকদ্বীপের এফবি গিরিবালা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য দিন কয়েক আগে পাড়ি দেয়। জাল ফেললে তেলে ভোলা মাছ উঠে আসে। বিক্রির জন্য ১১৪টি তেলে ভোলা মাছ নিয়ে আসা হয়েছিল ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার আড়তে। রাতে জেনিত ফিস কর্পোরেশন আড়ত থেকে মাছগুলো পাইকারি দরে কিনে নিয়ে যান কলকাতার একাধিক ব্যবসায়ী।

আড়তের কর্মীদের দাবি, এই মাছ বিদেশে রফতানি হয়। এমনকি তেলে ভোলা মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। আর সেই কারণেই এই মাছের দাম এত বেশি।