Diamond Harbour: গভীর সমুদ্রে ওঁরা ‘চুরি’ করতেন কোটি টাকার জিনিস, সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের বাড়িতে পুলিশ

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 24, 2023 | 3:15 PM

Diamond Harbour:  শুক্রবার সকালে একটি মৎস্যজীবী ট্রলারকে পাকড়াও করল দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফবি নাফিসা নামে ওই ট্রলারটি বকখালি থেকে ৭ নটিক্যাল মাইল দূরত্বে বঙ্গোপসাগরে ডুবে থাকা জাহাজ থেকে যন্ত্রাংশ চুরি করে নিয়ে আসতো

Diamond Harbour: গভীর সমুদ্রে ওঁরা চুরি করতেন কোটি টাকার জিনিস, সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের বাড়িতে পুলিশ
সুন্দরবনে গ্রেফতার মৎস্যজীবী
Image Credit source: TV9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার: গভীর সমুদ্রে ট্রলার নিয়ে গিয়েছিলেন মৎস্যজীবীরা। দিন কয়েক বাদে মাছ নিয়ে গ্রামে ফেরেনও। হঠাৎ বাড়িতে হানা পুলিশের। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের বাড়িতে কেন পুলিশ, গ্রামবাসীরা বুঝেই উঠতে পারছিলেন না।  তাঁদের ধরে নিয়ে থানায় চলে যায় পুলিশ। শুধু পড়শিরা কানাঘুষোয় জানতে পেরেছিলেন, সমুদ্রে চুরি করেছে তাঁরা। কিন্তু কী চুরি? মাঝ সমুদ্রে কীই বা চুরি করার আছে, ভেবে কেউ ঠাওরই করতে পারছিলেন না। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
গভীর সমুদ্রে ডুবে যাওয়া জাহাজ থেকে যন্ত্রাংশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

শুক্রবার সকালে একটি মৎস্যজীবী ট্রলারকে পাকড়াও করল দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফবি নাফিসা নামে ওই ট্রলারটি বকখালি থেকে ৭ নটিক্যাল মাইল দূরত্বে বঙ্গোপসাগরে ডুবে থাকা জাহাজ থেকে যন্ত্রাংশ চুরি করে নিয়ে আসতো। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ মৌসুনি দ্বীপের কাছে বটতলা নদীতে অভিযান চালিয়ে একটি মৎস্যজীবী ট্রলারকে আটক করে।

ট্রলারের চালক ও অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়। তাদের খোঁজেও তল্লাশি চাল্লাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, কয়েক মাস আগে এই রকমের একটা চক্রকে ধরতে সক্ষম হয়েছিল উপকূল থানার পুলিশ। তবে এবার কে বা কারা এই চক্র চালাচ্ছে তা জানতে তদন্ত চলছে।

Next Article