দক্ষিণ ২৪ পরগনা: ভোরের ট্রেন, সেভাবে কামরায় যাত্রী নেই। হাতে গোনা কয়েকজন, কেউ ঘুমোচ্ছেন, কেউবা জানালা দিয়ে তাকিয়ে বাইরে। আচমকাই একটা আর্তনাদ, স্তম্ভিত হয়ে যান যাত্রীরা। চলন্ত ট্রেনে কামরার মধ্যেই এক ব্যক্তির গায়ে এলোপাথাড়ি কোপ মারছেন আরেকজন। হাতে ধারাল অস্ত্র। দৃশ্য দেখে রীতিমতো শিউরে ওঠেন যাত্রীরা। ভোরের লোকাল ট্রেনের কামরায় ব্যবসায়ীকে ধারাল অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ। রবিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা ষ্টেশনে। আহত ব্যক্তির নাম মাসিয়ার জমাদার(৩৮)। তিনি নেতড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ আপ লোকাল ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মাসিয়ার জমাদার। নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লে ট্রেনের কামরায় আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র নিয়ে কয়েকজন ওঠেন। যাত্রীরা প্রথমে বিষয়টি খেয়াল করেননি। মাসিয়া নিজের মতো সিটে বসেছিলেন। অভিযোগ, আচমকাই মাসিয়ার জমাদারের উপর চড়াও হন কয়েকজন। ধারাল অস্ত্র বার করে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে মাসিয়ার জমাদারের ওপর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ট্রেনের কামরার মধ্যেই মাসিয়াকে ফেলে দেউলা ষ্টেশনে নেমে যায় দুষ্কৃতীরা। আকস্মিকতার ঘোর কাটিয়ে ওঠে বাকি যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় মাসিয়ার জমাদারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করেন।
জানা গিয়েছে, মাসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তাঁর দোকান রয়েছে। নিত্যদিনের মতো রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁর পেছনে ধাওয়া করে ট্রেনে চাপে। ডায়মন্ড হারবার জিআরপি-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জি আর পি থানার পুলিশ।