Diamond Harbour: লঞ্চ চলছিল, হঠাৎ করে হগলী নদীতে ঝাঁপ দিল যুবক

Shuvendu Halder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 18, 2024 | 8:00 PM

Diamond Harbour: জানা গিয়েছে, সোমবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি ফেরি লঞ্চ থেকে ওই যুবক ঝাঁপ দেন। লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বছর তিরিশের ওই যুবক হুগলী নদীতে ঝাঁপ দেন।

Diamond Harbour: লঞ্চ চলছিল, হঠাৎ করে হগলী নদীতে ঝাঁপ দিল যুবক
লঞ্চ থেকে ঝাঁপ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার: রোজের মতোই মানুষজনের আনাগোনা লেগেছিল লঞ্চ ঘাটে। প্রত্যেকেই নদী পেরিয়ে নিজের নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তবে সোমবারের বিকালটা ছিল অন্যরকম। লঞ্চ যেমন ছাড়ার ঠিক সময় মতো ছেড়েছিল। ভিতরের যাত্রীরা কেউ ব্যস্ত ছিলেন ফোনে। কেউ বা কথা বলছিলেন একে অন্যের সঙ্গে। সেই সময় বিপত্তি। আচমকা নদীতে ঝাঁপ দিলেন এক যুবক।

জানা গিয়েছে, সোমবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি ফেরি লঞ্চ থেকে ওই যুবক ঝাঁপ দেন। লঞ্চটি ডায়মন্ড হারবার থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বছর তিরিশের ওই যুবক হুগলী নদীতে ঝাঁপ দেন। হইহই পড়ে যায় লঞ্চজুড়ে। কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডায়মন্ড হারবার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা হুগলী নদীতে তল্লাশি চালাচ্ছে। যুবকের কোনও পরিচয় এখনও জানা যায়নি।

ডায়মন্ড হারবারের ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, “প্রতিদিন যেমন ফেরী সার্ভিস হয় তেমন ফেরী সার্ভিস হচ্ছিল। পৌনে পাঁচটার লঞ্চ ছাড়ে। বাকি যাত্রীদের থেকে শুনেছি যে ও একটু অস্বাভাবিক আচরণ করছিল। ও প্রথমে ভিতরে ছিল। একবার হাত বাইরে বের করেছিল। পরে আচমকা অসতর্কভাবে নদীতে ঝাঁপ দিয়ে দেয়।”

Next Article