লকডাউনে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ কারখানায় আচমকাই আগুন! অন্তর্ঘাত না অন্য কিছু?

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 08, 2021 | 8:47 AM

Falta Fire: কারখানার ভেতরে পরিত্যক্ত কিছু সামগ্রিতে প্রথম আগুন লাগে। প্লাস্টিকের বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়।

লকডাউনে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ কারখানায় আচমকাই আগুন! অন্তর্ঘাত না অন্য কিছু?
ফাইল ছবি

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: বন্ধ প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। ক্ষতি কয়েক কোটি টাকার। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ১ নম্বর সেক্টরে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শনিবার রাত ৯টা নাগাদ ওই প্লাস্টিক তৈরির কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে নিমেশে। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল।

কারখানার প্রায় বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে। ভস্মীভূত প্লাস্টিক তৈরির বহু মূল্যের একাধিক মেশিনও। ফলতা ও ডায়মন্ড হারবার থেকে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ভোর রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

দমকল সূত্রের খবর, কারখানার ভেতরে পরিত্যক্ত কিছু সামগ্রিতে প্রথম আগুন লাগে। প্লাস্টিকের বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। করোনা পরিস্থিতিতে লক ডাউনের জেরে গত এক বছরের বেশি সময় ধরে কারখানাটি বন্ধ ছিল। ফলে কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ ছাড়াবে বলে দমকলের অনুমান।

তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাই এই অগ্নিকাণ্ডের ঘটনা অন্তর্ঘাত কি না, সেদিকটাও ভালো করে খতিয়ে দেখতে চাইছে দমকল ও ফলতা থানার পুলিশ। কারণ, গত কয়েক বছরে ঠিক এভাবেই একাধিক কারখানায় আগুন লাগছে। পরবর্তী সময় সেই কারখানাগুলোর মধ্যে বেশিরভাগই আর খোলেনি বলে শ্রমিকদের অভিযোগ। এখনও পর্যন্ত কারখানার মালিকপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, দমকল কর্মীরা জানাচ্ছেন, কোনও ফেলে দেওয়া জিনিসে প্রথমে আগুন লেগেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের খবর নেই। তবুও আগুন পুরোপুরি নিভলে প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে। মালিকের সঙ্গেও কথা বলা হবে। আরও পড়ুন: ভোরেই নামল আঁধার! টানা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ বাংলায়

Next Article