সরকারের টাকায় টিকা দেওয়া হচ্ছে তৃণমূলের কার্যালয়ে!

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Aug 05, 2021 | 4:34 PM

COVID Vaccination in Bhangar: ব্লক স্বাস্থ্য আধিকারিক অনিমেষ হোড় ও ব্লক উন্নয়ন আধিকারিক দীপ্যমান মজুমদারের অভিযোগ,  বারবার বারণ করা সত্ত্বেও স্থানীয় তৃণমূল নেতা অহেদ আলি শেখ জোর করে দলীয় কার্যালয়ে টিকাকরণের নির্দেশ দেন।

সরকারের টাকায় টিকা দেওয়া হচ্ছে তৃণমূলের কার্যালয়ে!
নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: করোনা টিকাকরণ (COVID Vaccination) চলছে। তবে কোনও স্বাস্থ্যকেন্দ্রে নয়। চলছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। উপস্থিত রয়েছেন খোদ তৃণমূল নেতা। তাঁর সামনেই চলছে টিকাকরণ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

বুধবার, ভাঙড়ের ১ নম্বর ব্লকের একটি আইসিডিএস সেন্টারে টিকাকরণ (COVID Vaccination) হওয়ার কথা ছিল। কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিক অনিমেষ হোড় ও ব্লক উন্নয়ন আধিকারিক দীপ্যমান মজুমদারের অভিযোগ,  বারবার বারণ করা সত্ত্বেও স্থানীয় তৃণমূল নেতা অহেদ আলি শেখ জোর করে দলীয় কার্যালয়ে টিকাকরণের (COVID Vaccination) নির্দেশ দেন। অভিযোগ,  ওই তৃণমূল নেতার উপস্থিতিতেই গোটা টিকাকরণ প্রক্রিয়া চালাতে বাধ্য হন স্বাস্থ্যকর্মীরা। বিরোধীদের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা। সেই প্রভাব খাটিয়েই এই কাজ করেছেন ওই তৃণমূল নেতা বলে অভিযোগ।

কিন্তু, প্রশ্ন উঠছে, সরকারি নির্দেশ ছাড়া স্বাস্থ্যকর্মীরা কী করে এই টিকাকরণের কাজ চালিয়ে গেলেন। এদিনের ঘটনায় উপস্থিত এক স্বাস্থ্যকর্মীর কথায়, “খুব বৃষ্টি হচ্ছিল বলে টিকাকরণ কেন্দ্রটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। তৃণমূল নেতা ছিলেন। সেখানে আমাদের কিছু বলার নেই। আমরা তাঁর কথার উপরে কী বলব!”

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ বিজেপি জেলা সভাপতি  সুনীপ দাস এর তীব্র বিরোধীতা করেন। বিজেপি নেতা সুনীপ দাসের কথায়, “সরকারি ক্যাম্প কি করে তৃণমূলের পার্টি অফিসে হল তার তদন্ত হওয়া দরকার।আমার মনে হয় পয়সার বিনিময়ে ওখান থেকে ভ্যাকসিন বিক্রি করেছেন ওই তৃণমূল নেতা।” অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একটি টুইট বার্তায় দিলীপ লেখেন, “তৃণমূল রাজ্যে একনায়কতন্ত্র চালাচ্ছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে সরকারি টিকাকরণ পর্ব চলছে। সেখানে কেবল তৃণমূল নেতা-কর্মীদের টিকাকরণ চলছে। বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।”

অভিযুক্ত তৃণমূল নেতা যদিও বলেছেন, “আমি যা করেছি, ঠিক করেছি। তৃণমূল কংগ্রেস মানুষের পরিষেবা নিয়ে চিন্তিত। টিকাকরণ চলাকালীন এত বৃষ্টি হচ্ছিল, যে আমরা বাধ্য হয়েছি আইসিডিএস সেন্টার থেকে কিছুক্ষণের জন্য  দলীয় কার্যালয়ে টিকাকরণের প্রক্রিয়া চালু রাখতে। এরমধ্যে কেউ যদি ইচ্ছে করে ওই সময়ের ছবি তুলে নিয়ে বিরোধিতা করে তবে তা রটনা। এরকম কোনও ঘটনাই ঘটেনি।” আরও পড়ুন: ‘ম্যান মেড’ বন্যা পরিস্থিতিতেই প্রায় ৬০হাজার কিউসেক জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ

 

Next Article