Amtala Fire: ‘বারণ করলেও শোনেনি, বেআইনি ভাবে গ্যাস মজুত করত!’ আমতলা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 30, 2021 | 3:49 PM

Bishnupur: ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Amtala Fire: বারণ করলেও শোনেনি, বেআইনি ভাবে গ্যাস মজুত করত! আমতলা অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান
আগুন নেভানোর কাজ করছে দমকল (নিজস্ব ছবি)

Follow Us

আমতলা: সকাল বেলায় অগ্নিকাণ্ডের ঘটনা শহরে। একটি গ্যাসের দোকানে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় আহত তিনজন।

দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা (Amtala) এলাকায় নিভা ফুয়েল সেন্টারের নামক দোকানের ঘটনা। আজ বেলা ১১ নাগাদ আগুন লাগে সেখানে। ঘটনায় আহত হয় ওই দোকানের কর্মচারীরা। মালিক ও কর্মীসহ মোট তিনজনের আহত হওয়ার খবর এখনও পর্যন্ত মিলেছে।

গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়।

দোকানটিতে দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখলে এলাকার স্থানীয় মানুষজন সেখানে ছুটে এসে তাঁদেরকে উদ্ধার করে। তড়িঘড়ি প্রত্যেককে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে (Amtala Hospital) নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় (Bishnupu Police station)। ঘটানাস্থানে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দু’টি ইঞ্জিন এসে পৌঁছায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দোকানটিতে বেআইনিভাবে গ্যাস মজুত করে রাখা হত। আর সেই গ্যাস সিলিন্ডার থেকে বের করে অটোর মধ্যে মজুত করে রাখা হয়। এলাকাবাসীর আরও অভিযোগ একাধিকবার ওই দোকানের মালিককে নিষেধ করা হয়েছিল। কিন্তু কোনও বারণই শোনেননি তাঁরা। এরপর আজ ঘটে গেল দুর্ঘটনা।

এলকায় পৌঁছায় দমকল ও পুলিশ

স্থানীয় এক বাসিন্দা বলেন,”দোকানটি একটি রান্নার গ্যাসের। আজ সকালে ঝালাইয়ের কাজ চলছিল। এক গ্যাস সিলিন্ডার থেকে অন্য গ্যাস সিলিন্ডার গ্যাস ভরছিল কর্মচারীরা। সেই সময় হঠাৎ করে কোনওভাবে আগুন ধরে যায়। ” আর এক বাসিন্দা বলেন, “যেহেতু আমতলা একটি জংশন এলাকা। তাই এখানে প্রচুর মানুষ বসবাস করেন। আগুন লাগার এই ঘটনা বড়সড় ভাবে ঘটতে পারত। প্রাণহানিও হতে পারত। কিন্তু অল্পের মধ্যে দিয়ে বিষয়টি হয়েছে। প্রশাসনকে একধিকবার বলা সত্ত্বেও কোনও হেলদোল নেই।”

এদিকে গত পরশু অর্থাৎ ২৮ অক্টোবর বেলেঘাটা (Beleghata Fire) এলাকার ৭ নম্বর কবি সুকান্ত সরণিতে একটি পুরনো কাঠের দোতলা বাড়িতে আগুন লাগে।রাত বারোটা নাগাদ হঠাৎই স্থানীয় বাসিন্দারা দেখতে পান, বাড়ির একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলে খবর দেওয়া হয়। যায় নারকেলডাঙ্গা থানার পুলিশ। পৌঁছন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে দু-একজন বাস করতেন।স্থানীয় মানুষের তৎপরতায় আশপাশের বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দমকলের চারটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে বাড়ির ভিতর থেকে দুজনকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বার করে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: Mamata in Goa: “বাংলায় আমার বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেস, আমি কি তাঁকে ফুলের মালা পড়াব?” কংগ্রেসের বিরুদ্ধে চড়া সুর মমতার

Next Article