Mamata in Goa: “বাংলায় আমার বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেস, আমি কি তাকে ফুলের মালা পরাব?” কংগ্রেসের বিরুদ্ধে চড়া সুর মমতার
Mamata Banejee, কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এদিন বাংলার নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন মমতা। তিনি ইঙ্গিত, চলতি বছর বিধানসভা ভোটের সময় বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করে দেয় কংগ্রেস।
পানাজি: মমতার (Mamata Banerjee) গোয়া সফর ভারতীয় রাজনীতিতে ছাপ দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তথা বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিরোধী ঐক্যেকেই এবার প্রশ্নের মুখে ফেলে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম হেঁয়ালি না করেই তিনি সরাসরি জানিয়েদিলেন কংগ্রেসের কারণেই দিন দিন শক্তিশালী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার অভিযোগ, কংগ্রেস নিজেরাই বিরোধীদের একত্রিত করার ক্ষেত্রে আগ্রহী নয়। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করতে আঞ্চলিক দলগুলির এগিয়ে আসার ওপর জোর দিয়েছেন তৃণমূল নেত্রী।
মমতা বলেন “কংগ্রেসের কারণেই দিন দিন ক্ষমতা বাড়িয়ে নিচ্ছেন মোদী। মোদীকে প্রচারের আলোতে নিয়ে আসছে কংগ্রেসই। বিজেপি বিরোধিতার কৌশল নিয়ে কংগ্রেস যদি সিদ্ধান্ত নিতে না পারে তবে এই ফল দেশকে ভুগতে হবে। দেশের কাছে অনেক সুযোগ রয়েছে, কংগ্রেসের জন্য দেশ কেন ভুগবে!”
কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এদিন বাংলার নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন মমতা। তিনি ইঙ্গিত, চলতি বছর বিধানসভা ভোটের সময় বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করে দেয় কংগ্রেস। তার পরিবর্তে বাম এমনকি বিতর্কিত আইএসএফের সঙ্গে জোট করে। বাংলার কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জোর গলায় বলেছিলেন বাংলা তৃণমূল বিজেপি থাকবে না সংযুক্ত মোর্চা ক্ষমতায় আসবে বাস্তবে সেটা হয়নি, বাম কংগ্রেস একটি আসনেও জিততে পারেনি।
গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোটের প্রস্তাব খারিজ করে কংগ্রেস, তার ফলে তৃণমূলের (TMC) সঙ্গে তাদের জোটের সম্ভাবনা তৈরি হয়। এদিন মমতা বলেন, “কংগ্রেস আমার দল নয়, তাই আমি ওদের নিয়ে কোনও আলোচনা করব না। কারোর সমর্থন ছাড়াই আমার একটি আঞ্চলিক দল রয়েছে, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পেরে আমরা নিজের ভাগ্যবান মনে করি। আমি অন্য কোনও দলের সঙ্গে কথা বলব না। তাদের সিদ্ধান্ত নিতে দিন।”
মমতা বলেন, “বাংলার বিজেপির বিরুদ্ধে লড়ার পরিবর্তে কংগ্রেস (Congress) আমার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে লড়াই করেছে। আপনার কী মনে করেন? এরপরও আমরা তাদের ফুল দিয়ে স্বাগত জানাবো?” তিনি আরও বলেন “আমরা আঞ্চলিক দলগুলিতে আসন ছাড়তে চাই। আমি চাই আঞ্চলিক দলগুলি শক্তিশালী হোক। বিজয় সরদেশাই ও আমি একসঙ্গে বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করা সিদ্ধান্ত নিয়েছি।”
তাৎপর্যপূর্ণভাবে আজই গোয়াতে আসছেন কংগ্রেস শীর্ষনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তার আগেই কংগ্রেসের প্রতি নিজের মনোভাব স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা। বিজেপি বিরোধী ফ্রন্টে কংগ্রেসের দাদাগিরি তিনি যে মানবেন না, মমতার বক্তব্যেই সেটা স্পষ্ট। এর পিছনে সূক্ষ্ম কৌশল রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি বিরোধী জোটে কংগ্রেস সামিল হলে জোটের প্রধান মুখ হওয়া নিয়ে সমস্যা হতে পারে মমতার তারসঙ্গেই সর্ববৃহৎ দল হিসেবে নিজেদের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য চাপ তৈরি করতে পারে কংগ্রেস, তাই আগে থেকেই ক্রমাগত কংগ্রেসের ওপর পাল্টা চাপ তৈরি করছেন মমতা।
আরও পড়ুন Mamata Banerjee in Goa: গোয়ায় হাত ধরবেন মমতা-বিজয়? বৈঠক ঘিরে জল্পনা