Gun Fire: ডায়মন্ডহারবারে রাতভোর ব্যাপক বোমাবাজি, চলল গুলি, গুলিবিদ্ধ বিজেপি সমর্থক

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 28, 2024 | 2:40 PM

Diamond Harbour: মন্দিরবাজারের খেলারামপুর এলাকা মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। অশান্তির মাঝে পড়ে  গুলিবিদ্ধ  হন  বছর পঁচিশের সাইরাজ মোল্লা নামে এক যুবক

Gun Fire:  ডায়মন্ডহারবারে রাতভোর ব্যাপক বোমাবাজি, চলল গুলি, গুলিবিদ্ধ বিজেপি সমর্থক
গুলিবিদ্ধ বিজেপি সমর্থক
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা:  এলাকা দখল নিয়ে অশান্তি। চলল গুলি-ব্যাপক বোমাবাজি! গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ বিজেপি সমর্থকের নাম সাইরাজ মোল্লা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরবাজারের খেলারামপুর এলাকা মঙ্গলবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। অশান্তির মাঝে পড়ে  গুলিবিদ্ধ  হন  বছর পঁচিশের সাইরাজ মোল্লা নামে এক যুবক। তিনি এলাকায় বিজেপি সমর্থক বলেই পরিচিত। পরে স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় সাইরাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এই ঘটনায় আহতের পরিবার ও বিজেপির তরফ থেকে  তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। এলোপাথাড়ি বোমাবাজিতে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই এলাকায় পৌঁছয় বিশাল বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাইকের বক্তব্য, “ওখানে বোমাবাজি এর আগেও হয়েছে। ওটা কোনও রাজনৈতিক কারণে নয়। পুলিশ তদন্তের প্রেক্ষিতে ধরেছে কয়েকজনকে। কেন গুলি-বোমা হল, তা দেখছে পুলিশ। মন্দিরবাজার এলাকা অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।” অন্যদিকে, বিজেপি নেতার বক্তব্য, “পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এরকম চলছে। আসলে ওখানে তৃণমূল বরাবর চলে, এবার নির্দল জিতেছে। তারপর থেকে অশান্ত করে রেখেছে এলাকা। থানা পুলিশ কোনওরকমভাবে সাহায্য করে না।”

Next Article