Heavy Rain: মাঝরাতে নৌকাডুবি, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, প্লাবনের আশঙ্কা জেলায়
South 24 PGS: মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে থাকে। রাতভর বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা।
প্লাবনে আশঙ্কা এই জেলায় (গঙ্গাসাগরের ছবি)
Follow Us:
পূর্বাভাস ছিল আগেই। গতকাল সে ভাবে বৃষ্টি না হলেও, রাত থেকে প্রবল বৃষ্টিতে কার্যত ভাসছে দক্ষিণবঙ্গ। উপকূলবর্তী জেলা হওয়ায় সেই বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে দক্ষিন ২৪ পরগনায়। ভোররাত থেকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপটে বিদ্যুৎহীন শহরের বিস্তীর্ণ এলাকা। মাঝরাতেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ডুবে গেল মাছ ধরার ভুটভুটি নৌকা।
সকাল থেকে রাস্তাঘাট শুনশান
টানা অতিভারী ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। সুন্দরনের উপকূলবর্তী এলাকার পাশাপাশি ডায়মন্ড হারবার ও কাকদ্বীপের বহু এলাকা জলমগ্ন। ঝড়ের দাপটে প্রচুর গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুৎহীন একাধিক এলাকা। বন্ধ সুন্দরবনের ফেরি সার্ভিস। মঙ্গলবার সন্ধের পর থেকে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে থাকে। সকাল থেকেও বৃষ্টির বিরাম নেই। প্রচুর কাঁচাবাড়ির ক্ষতি হয়েছে। উৎসবের মুখে বড়সড় দুর্যোগে দিশেহারা জেলার মানুষ।
এ দিকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ড। বিদ্যুৎহীন শহরের পাশাপাশি ডায়মন্ড হারবারের গ্রামীন এলাকাগুলোও। রাস্তায় গাড়ি চললেও সংখ্যাটা হাতেগোনা। দুর্যোগের জেরে এলাকার অধিকাংশ বাজার ও দোকান বন্ধ।