Bengal Rain Update: পূর্ণিমার কোটালে বাড়বে জলস্তর, প্রমাদ গুণছে সুন্দরবন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 18, 2021 | 9:48 AM

Weather Update: রাতভর চলেছে বৃষ্টি। সুন্দরবন উপকূলে বাতাসের গতিবেগ ঘন্টায়, ৪০ থেকে ৫০ কিমি।

Bengal Rain Update: পূর্ণিমার কোটালে বাড়বে জলস্তর, প্রমাদ গুণছে সুন্দরবন
সকাল থেকে রাস্তাঘাট শুনশান

Follow Us

কলকাতা: নিম্নচাপের জেরে রবিবার রাতভর দফায় দফায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। সুন্দরবন উপকূলে বৃষ্টি ও ঝড়ের দাপট অনেকটাই বেশী। উৎসবের মরশুমেই ফের একবার বড়সড় দুর্যোগের মুখোমুখি হল উপকূলের এই জেলা।

গত দুদিন ধরে দফায় দফায় বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহাকুমার বিভিন্ন নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। রবিবার রাত থেকে বৃষ্টির পরিমান কয়েক গুন বেড়েছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও বইছে। সুন্দরবন উপকূলে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায়, ৪০ থেকে ৫০ কিলোমিটার। প্রয়োজনে নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ পাথরপ্রতিমা, সাগরদ্বীপের উপকূল এলাকা ও ঘোড়ামারা ও মৌসুনি দ্বীপের বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

প্রত্যেক ব্লক প্রশাসন ও মৎস্য দফতরের পক্ষ থেকে মাইকের মাধ্যমে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে উপকূল এলাকায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবারই পূর্ণিমা। ভরা কোটালে আরও বাড়বে জল। যার ফলে নদী ও সমুদ্রের জলস্তর বাড়বে। দুর্যোগ চলতে থাকলে সুন্দরবনজুড়ে বাঁধ উপচে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকাল থেকে তাই রাস্তাঘাট শুনশান। জনজীবন কার্যত স্তব্ধ।

আরও পড়ুন: Gariahat Murder: বাইরে থেকে বন্ধ দরজা, ভিতরে ক্ষতবিক্ষত দুটি ‘লাশ’! গড়িয়াহাটে জোড়া খুন

Next Article