দক্ষিণ ২৪ পরগনা: বন্ধুদের সঙ্গে স্কুলের বাইরে খেলা করছিল। পাশেই জ্বলছিল উনুন। ফুটছিল স্কুলের মিড ডে মিলের খিচুড়ি। দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে সেই ফুটন্ত খিচুড়ির মধ্যেই পড়ল ছোট্ট শিশুটি। জ্বলে গেল তাঁর শরীর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গিয়ে ঝলসে গিয়েছে ওই ছোট্ট পড়ুয়ার শরীর। দগ্ধ ওই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনিতে।
এদিন খিচুড়ি বিতরণের জন্য প্রস্তুতি চলছিল মৌসুনির বাঘডাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সেইসময় অন্য পড়ুয়াদের সঙ্গে খেলা করার সময় অতর্কিতে গরম খিচুড়ির মধ্যে পড়ে যায় বছর পাঁচেক ওই শিশু। এই ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে আনা হয়েছে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোন স্থায়ী রান্নাঘর নেই। ফাঁকা মাঠে রান্না হয়। তার জেরেই এই ঘটনা বলে জখম শিশুর পরিবারের অভিযোগ।
শিশুটির দাদু বলেন, “আমার নাতিটার সারা শরীর জ্বলে গিয়েছে। খুব কষ্ট পাচ্ছে। চোখে দেখতে পারছি না। খেলছিল বাচ্চাটা। দৌড়াতে গিয়ে কোনওভাবে পড়ে গিয়েছে। কিন্তু এর দায় কার?” অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, কোনও স্থায়ী রান্নাঘর না থাকায় ত্রিপল টাঙিয়ে ফাঁকা মাঠের কোণেই রান্না হয়। এটা দুর্ঘটনা। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।