দক্ষিণ ২৪ পরগনা: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী জুবি সাহা। সন্দেশখালির অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। মিড ডে মিল কর্মীদের মাইনে বৃদ্ধির জন্য লাগাতার আন্দোলন করেছিলেন এই জুবি সাহা এবং তাঁর বন্ধুরা। ইদানিং সংগঠনে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেই জুবিকে নিউটাউন থেকে গ্রেফতার করা হয়।
নিউটাউনের নাতাশা খানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় জুবিকে। সন্দেশখালিতে নানাভাবে হিংসা ছড়ানো, প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জুবিকে। গ্রেফতার করে তাঁকে সন্দেশখালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সূত্রের খবর, নাতাশা জুবির রাজনৈতিক সতীর্থ। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতেই ছিলেন জুবি। রাতে সেখানে নিউটাউন থানার পুলিশ পৌঁছয়। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলে। সূত্রের দাবি, রাতভর ফ্ল্যাটটি পুলিশি পাহারায় ছিল। এরপর আজ সকালে অ্যারেস্ট মেমো দেখানো হয়। তারপর গ্রেফতার করা হয় জুবিকে।
এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হয় আয়েশা বিবি নামে আরেক আইএসএফ কর্মীকে। আয়েশা মিনাখাঁর বাসিন্দা এবং আইএসএফের মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্যও। বুধবারই তাঁকে জামিন দেয় বসিরহাট মহকুমা আদালত। এবার আরও এক আইএসএফ নেত্রী গ্রেফতার।