ISF: শওকত-আরাবুলের হাত ধরে তৃণমূলে যোগ আইএসএফ সমর্থিত জয়ী নির্দল প্রার্থীর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 06, 2023 | 7:59 PM

Bhangar: সাদিকুল মোল্লার দাবি, "আমি তো তৃণমূলই করতাম। কংগ্রেসের আমল থেকে তৃণমূল করতাম। মাঝে বিশেষ কারণবশত নির্দল হয়ে যাই। আবার দলে ফিরেছি।"

ISF: শওকত-আরাবুলের হাত ধরে তৃণমূলে যোগ আইএসএফ সমর্থিত জয়ী নির্দল প্রার্থীর
যোগদান মঞ্চ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের আইএসএফ সমর্থিত জয়ী নির্দল প্রার্থীর তৃণমূলে যোগদান। রবিবারই তৃণমূলে যোগ দেন ওই প্রার্থী। বিধায়ক শওকত মোল্লা ও আরাবুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। ভাঙড়ের চালতাবেড়িয়া। সেখানেই সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে জয়ী হন নির্দল প্রার্থী সাদিকুল মোল্লা। সেই সাদিকুলই রবিবার ক্যানিংয়ের বিধায়ক সওকত মোল্লা ও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের হাত ধরে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। ভাঙড়ে এরকমই এক মঞ্চে এই যোগদান হয়। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা ও আরাবুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন অন্য তৃণমূল নেতারা।

সাদিকুল মোল্লার দাবি, “আমি তো তৃণমূলই করতাম। কংগ্রেসের আমল থেকে তৃণমূল করতাম। মাঝে বিশেষ কারণবশত নির্দল হয়ে যাই। আবার দলে ফিরেছি। এই দল আমি ভালবাসি তাই ফিরেছি।” এদিকে অভিযোগ উঠেছে, সাদিকুল আইএসএফের সমর্থনে জিতলেও পরে দলবদলের সিদ্ধান্ত সামনে আসায় তাঁর জয়সূচক শংসাপত্র কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইএসএফের দিকে অভিযোগ। সওকত মোল্লার দাবি, এ নিয়ে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। সার্কিফিকেটও পেয়ে যাবেন। যদিও সাদিকুলের শংসাপত্র কেড়ে নেওয়ার কথা মানতে চাননি আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।

এদিনের যোগদান প্রসঙ্গে সওকত মোল্লা বলেন, “আমরা যা করি দলের নির্দেশেই করি। যে দলে যোগ দিল, সে এক সময় তৃণমূল কংগ্রেসে ছিল। মাঝখানে আইএসএফে চলে যায়। আইএসএফের সমর্থনে ভোটেও জেতে। কিন্তু ও বলছে, ওই দলটা করা যাবে না। আইএসএফ করা মানে ভাঙড়ের মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা। তাই সে আমাদের দলে এসেছে। আমরা তাকে সাদরে গ্রহণও করেছি।”

Next Article