Kultali: গৃহবধূকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত
Kultali: অভিযোগ, দিনের পর দিন হুমকি ও প্রাণনাশের ভয় দেখাত অভিযুক্ত যুবক। নির্যাতিতাকে ব্ল্যাকমেলও করা হতো বলে জানা গিয়েছে। আর সহ্য না করতে পেরে শেষমেশ রবিবার রাতে নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কুলতলি: দীর্ঘদিন ধরে সহবাস করেছেন। দিয়েছিলেন বিয়ের প্রতিশ্রুতি। কিন্তু তা পূরণ করেননি। উল্টে নাকি জুটেছিল ব্ল্যাকমেইল। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির এক মহিলা এমনই অভিযোগ করলেন এক ব্যক্তির বিরুদ্ধে। আর তারপর সোজা চলে গেলেন থানায়। দায়ের করলেন ধর্ষণের অভিযোগ। তবে অভিযোগ দায়ের হতেই গ্রেফতার অভিযুক্ত।
অভিযোগ, দিনের পর দিন হুমকি ও প্রাণনাশের ভয় দেখাত অভিযুক্ত যুবক। নির্যাতিতাকে ব্ল্যাকমেলও করা হতো বলে জানা গিয়েছে। আর সহ্য না করতে পেরে শেষমেশ রবিবার রাতে নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,দ্রুত নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হবে। একইসঙ্গে আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করার আবেদন জানানো হবে। নির্যাতিতা মহিলা বলেন,”আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ও আমায় বলেছিল আমার সঙ্গে না মেলামেশা করলে আমি তোমাকে খুন করব। আমায় বিয়ে করবেও বলেছিল। এখন আবার বলছে বিয়ে করবে না। ”

