সাগরদ্বীপ: সদ্য ঝাড়খণ্ডে ফিরেছে বাঘিনি জিনাত। বাংলার বন দফতরের কয়েকদিনের চেষ্টায় ধরা হয় বাঘকে। ফিরিয়েও দেওয়া হয়েছে তাকে। আর এবার ওড়িশা থেকে আসা আরও এক বাঘকে ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। এবার আর বাংলার বন দফতর উদ্ধার করতে পারবে না, সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঘিনি জিনাত কার্যত ঘুম উড়িয়ে দিয়েছিল বন দফতরের। দীর্ঘ প্রচেষ্টার পর কোনও ক্ষতি না করেই বাঘিনিকে উদ্ধার করা হয়। আলিপুরে তার চিকিৎসা করার পর তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সে কথা উল্লেখ করে সোমবার সাগরদ্বীপের সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, “আমাদের লোকজন যেই উদ্ধার করল, ওমনি ফোন আসতে শুরু করল। ফেরত দাও, ফেরত দাও… দিয়ে দিলাম।”
এরপর ওড়িশা সরকারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আবার একটা পাঠিয়ে দিয়েছে। এটা আবার কী! লোক পাঠিয়ে উদ্ধার করে নিয়ে যাও। আমাদের লোকেরা পাঁচ রাত না ঘুমিয়ে উদ্ধার করবে… ।” তিনি আরও বলেন, “পাঠালে চিরকালের জন্য পাঠাক, রেখে দিচ্ছি। তোমাদের রাখার জায়গা নেই। আমাদের ডিপ ফরেস্ট আছে রেখে দেব।”
তাঁর দাবি, বাঘের জন্য জায়গা নেই বলে নিয়ে গিয়ে জলে ছেড়ে দেওয়া হচ্ছে। জল পেরতে কতক্ষণ। মমতা উল্লেখ করেন, বাঘ ধরতে ৫ দিন ধরে রাজ্যের মানুষ অনেক কষ্ট করেছে। মানুষের জীবনের দাম আছে। তাই সজাগ থাকতে হবে।
মমতার এই দাবি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, “শিক্ষা দুর্নীতির মতো বিষয় থেকে নজর ঘোরাতে এই সব কথা বলছেন। এগুলো তো এমনি বাঘ, আপনার আসল বাঘেরা তো বীরভূমে বসে আছে।”