South 24 Pargana: সোমবার সকাল থেকে নিখোঁজ, ২৪ ঘণ্টার মাথায় মা-বাবার সঙ্গেই ধান জমিতে ভেসে উঠল ছেলের দেহ
South 24 Pargana: তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। এলাকার অনেকেই বলছেন, প্রায়শই জমিতে কাজ করতে যেতেন তাঁরা। কারণ তা দিয়েই চলে সংসার। তবে সোমবার সকালে তাঁরা নিজেরা জমিতে গিয়েছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
মগরাহাট: সোমবার সকাল থেকে নিখোঁজ। দিনভর খোঁজ করেছিল প্রতিবেশীরা। কিন্তু, দেখা মেলেনি। মঙ্গলবার দুপুরে বাবা-মায়ের সঙ্গেই ছেলের দেহ মিলল ধান জমিতে। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মৌখালি এলাকায়। এদিন দুপুরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে জল-কাদার মধ্যে তিনজনের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উদ্ধার করা হয় জগদীশ বিশ্বাস (৬০), শান্তি বিশ্বাস (৫৫) ও মানবেশ বিশ্বাসের (২৫) দেহ। কিন্তু কী কারণে মৃত্যু তা নিয়ে দেখা যায় ধোঁয়াশা। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ বলছে, ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর কারণ সম্পর্কে অনেকটাই স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। চাষবাস করেই সংসার চলত পরিবারটির। কিন্তু, একযোগে তিনজনের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পাড়া-প্রতিবেশীরা। শোকের ছায়া গোটা এলাকায়।
তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। এলাকার অনেকেই বলছেন, প্রায়শই জমিতে কাজ করতে যেতেন তাঁরা। কারণ তা দিয়েই চলে সংসার। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলছেন, বাড়ি থেকে বাগান পর্যন্ত সম্প্রতি কিছু কাজের জন্য বিদ্যুতের তার টানা হয়েছিল। সেই তার থেকে বিদ্যুৎপৃষ্ট হতে পারেন। ইতিমধ্যেই সেই তার উদ্ধার হয়েছে। তদন্ত চলছে।