Extramarital affair: প্রতিবেশীর সঙ্গে পাশের ঘরে খুল্লামখুল্লা সেক্স, বউ দেখে ফেলতেই অদ্ভুত কাণ্ড নরেন্দ্রপুরের বাপির
Extramarital affair: এক বিয়ে লুকিয়ে আর এক বিয়ে, তারপরেও দেদার পরকীয়া, নতুন বউ হাতনাতে ধরতেই মারমুখী নরেন্দ্রপুরের যুবক। তাঁর প্রেমিকাও ওই মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। শোরগোল নরেন্দ্রপুরে।
নরেন্দ্রপুর: স্বামীর পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামী ও তাঁর প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় আক্রান্ত মহিলা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কামরাবাদ এলাকার বাসিন্দা বাপি নস্করের সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় রুনু নস্করের। তাদের এক সন্তানও রয়েছে। এর আগেও বাপি নস্করের বিয়ে হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই বিয়ে লুকিয়ে রুনুকে বিয়ে করেন তিনি, এমনটাই অভিযোগ রুনু নস্করের। সম্প্রতি প্রতিবেশী এক মহিলার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন বাপি। অভিযোগ রুনুর। এদিন সকালে দুজনকে একসঙ্গে এক ঘরে ধরে ফেলেন তিনি। বিষয়টি সামনে আসতেই রুনু নস্করের উপর হামলা চালায় বাপি ও তাঁর প্রেমিকা। আহত অবস্থাতেই থানায় আসেন তিনি। সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে মেডিক্যালও করান। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রুনুর দাবি, এদিন তিনি যখন ওদের ধরে ফেলেন তখন ওরা শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। দেখা ফেলাতে তাঁকে মারধর করা হয়। তিনি বলছেন, “আমার স্বামী প্রতিবেশী এক মেয়ের সঙ্গে জুটে গিয়েছে। আগেও আরও একটা মেয়ের সঙ্গে ছিল। কল্যাণীতেও একটা মেয়ের সঙ্গে এরকম কেসে ফেঁসে গিয়েছিল। আজ ওই প্রতিবেশী মেয়েটার সঙ্গে একসঙ্গে ধরে ফেলি। ওরা তখন শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। আমি এর আগে বাগানেও ওদের একাধিকবার দেখেছি। আমি প্রতিবাদ করলে খালি বলে বাপের বাড়ি চলে যা। আজ ধরে ফেলতেই ওরা দুজনে আমার উপর চড়াও হয়। মেয়েটা ও আমার স্বামী দুজনেই আমাকে বেধড়ক মারতে থাকে। প্রাণে মারারও হুমকি দিচ্ছে। আমি চাই ওদের দু’জনের শাস্তি হোক।”