Cyclone Sitrang: ঘূর্ণির সঙ্গে অমাবস্যার ভরা কোটাল, সাঁড়াশি চাপ মোকাবিলায় তৈরি NDRF

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 24, 2022 | 6:45 PM

Cyclone Sitrang: একে তো অমাবস্যার কোটাল, তার সঙ্গে আবার ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। সাঁড়াশি চাপে গোসাবার বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে তাই আগেভাগেই সতর্ক রয়েছে বিপর্যয় মোকাবিলা দল।

Cyclone Sitrang: ঘূর্ণির সঙ্গে অমাবস্যার ভরা কোটাল, সাঁড়াশি চাপ মোকাবিলায় তৈরি NDRF
গোসাবায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

Follow Us

গোসাবা: ঘূর্ণিঝড়ের (Cyclone Sitrang) ল্যান্ডফল হচ্ছে না এ রাজ্যে। বাংলাদেশের পূর্ব উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং। তবু নিশ্চিন্ত থাকতে পারছেন না সুন্দরবনের (Sundarbans) মানুষরা। হাওয়া অফিসের তরফেও সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব সুন্দরবন এলাকায়। সিত্রাং-এর জন্য সুন্দরবনের গোসাবা এলাকায় প্রস্তুত রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF team in Gosaba) ২৬ সদস্যের একটি দল। কোথাও কোনও সমস্যা হলেই উদ্ধারকার্যে পৌঁছে যাবে তাঁরা। একে তো অমাবস্যার কোটাল, তার সঙ্গে আবার ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। সাঁড়াশি চাপে গোসাবার বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে তাই আগেভাগেই সতর্ক রয়েছে বিপর্যয় মোকাবিলা দল।

প্রশাসনের তরফে আগেভাগেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৬ সদস্যের একটি দল মোতায়েন করা হয়েছে গোসাবায়। ইতিমধ্যেই তিনটি স্পিডবোট ও উদ্ধার কার্য পরিচালনা করার সামগ্রী প্রস্তুত করে রেখেছে এনডিআরএফ-এর ওই দলটি। যদি কোনওভাবে নদীর বাঁধ ভেঙে গিয়ে পার্শ্ববর্তী গ্রামগুলি প্লাবিত হয় কিংবা যদি ঝড়ের দাপটে গাছ বা ঘরবাড়ি ভেঙে পড়ে, সেক্ষেত্রে বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করার জন্য প্রস্তুত থাকছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। আবহাওয়ার প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর ক্রমাগত নজর রেখে চলেছেন তাঁরা।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে চিন্টু কুমার জানান, “ঘূর্ণিঝড় সিত্রাং-এর জন্য আমাদের দলটি এখানে মোতায়েন করা হয়েছে। যদি কোনও বিপদের পরিস্থিতি তৈরি হয়, তা মোকাবিলার জন্য আমাদের দল এখানে তৈরি রয়েছে। যদি কোথাও বাঁধ ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের চারটি স্পিডবোট তাঁদের উদ্ধার করার জন্য় প্রস্তুত। যদি কোথাও গাছপালা পড়ে যায়, তাও সামাল দেওয়ার জন্য আমাদের দল প্রস্তুত।” সবমিলিয়ে আসন্ন ঘূর্ণিঝড়ের আগে সবরকমভাবে প্রস্তুত হয়ে থাকছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জায়গায় জায়গায় ঘুরে এনডিআরএফ-এর তরফে মাইকিং করা হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রসঙ্গে।

Next Article