Thalassemia: শতাধিক থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 09, 2021 | 7:27 PM

Diamond Harbour: গত বছর লকডাউনের রক্তের অপ্রতুলতার বিষয়টি সামনে আসতেই হাতেগোনা কয়েকজন সদস্য মিলে গড়ে ওঠে এই সংগঠন।

Thalassemia: শতাধিক থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন
থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন (নিজস্ব চিত্র)

Follow Us

ডায়মন্ডহারবার: একে প্রকৃতি আর অভাবের সঙ্গে নিত্য লড়াই তার উপর ঘরে বাসা বেঁধেছে থ্যালাসেমিয়ার মত মারাত্মক রোগ। এরই মাঝে করোনার গ্রাসে জারি করা লকডাউন কার্যত দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল এই রোগে আক্রান্ত শিশুর পরিজনদের। লকডাউনের কারণে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের আকাল দেখা দেওয়ায় তাদের অবস্থা কার্যত দিশাহীন করে তুলেছিল। এহেন অসহায় সময়ে তাদের পাশে এসে দাঁড়ায় রায়দিঘি এলাকার এক স্বেচ্ছাসেবী সংগঠন। দুর্দিনে সেই সংগঠনকে পাশে পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচল আক্রান্ত শিশুদের পরিবারগুলি।

গত বছর লকডাউনের রক্তের অপ্রতুলতার বিষয়টি সামনে আসতেই হাতেগোনা কয়েকজন সদস্য মিলে গড়ে ওঠে এই সংগঠন। যার সদস্যরা কেউ পেশায় শিক্ষক, তো কেউ আবার সরকারি কর্মচারী বা পেশায় ব্যবসায়ী। কেউ কেউ আবার বেসরকারি সংস্থার কর্মীও। নিজেদের উপার্জিত টাকার থেকে দেওয়া চাঁদায় তৈরী হয়েছিল তহবিল। সল্প পুজিঁতে পথ চলতে শুরু করা সেই সংগঠনের বর্তমানে সদস্য সংখ্যা পৌঁছেছে পঞ্চাশজনেরও বেশীতে।

কার্যত লকডাউনের মধ্যেও নিয়মিত রক্তদান শিবির আয়োজনের পাশাপাশি বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তদাতা জোগাড় করে দিয়ে তার বিনিময়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কয়েক’শো থ্যালাসেমিয়া আক্রান্ত অসহায় শিশুদের জন্য প্রয়োজনীয় রক্ত জোগাড় করেছেন সংগঠনের সদস্যরা। এমনকি, তাদের প্রয়োজনীয় ওষুধ ও কখনো শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেনেরও ব্যবস্থা করেছেন সনগঠনের সদস্যরা।

আর এবার পুজোর আগে সেই সমস্ত থ্যালাসিমিয়া আক্রান্ত অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন জামা কাপড় তুলে দিলেন সংগঠনের সদস্যরা। শনিবার দুপুরে রায়দিঘি বাজারে আনুষ্ঠানিকভাবে প্রায় শতাধিক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লক মেডিকেল অফিসার প্রনবেশ হালদার, রায়দিঘি গ্রামীণ হাসপাতালের মেডিক্ল্যাল অফিসার তাপস দাস, ব্লক সাব সেন্টারের ইনচার্জ অর্চনা ঘোষ সহ বহু বিশিষ্টরা। সংগঠনের এমন উদ্যোগে খুশি সকলেই। এমনকি পুজোর মুখে নতুন জামাকাপড় হাতে পেয়ে খুশি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরাও।

আরও পড়ুন: Lakme Fashion Week: ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি অসাধারণ পোশাকে র‍্যাম্প উজ্জ্বল করলেন এই প্রাক্তন মিস ইন্ডিয়া!

আরও পড়ুন: Durga Puja: বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে বেরচ্ছেন? আগে জেনে নিন, ডাক্তারবাবুদের পরামর্শ

আরও পড়ুন: Jalpaiiguri: খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে চুরি! সরকারি আবাসনের তিনটি ফ্ল্যাট থেকে খোয়া গেল কয়েক লক্ষ টাকা

Next Article