AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangar TMC Leader Murder: ভাঙড়ে রেজ্জাক খুনে গ্রেফতার আরও ১ তৃণমূল নেতা! সব মিলিয়ে জালে ৪

Bhangar Murder Case: গতকালই ভাঙড়ের এই হত্যাকাণ্ডে বড় মোড় দিয়েছিল পুলিশ। রেজ্জাককে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে।

Bangar TMC Leader Murder: ভাঙড়ে রেজ্জাক খুনে গ্রেফতার আরও ১ তৃণমূল নেতা! সব মিলিয়ে জালে ৪
ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও তিন।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jul 14, 2025 | 8:30 AM
Share

ভাঙড়:  ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জা খাঁ খুনের গ্রেফতার আরও এক তৃণমূল কর্মী। এবার গ্রেফতার হলেন আজাহারউদ্দিন মোল্লা। এখনও পর্যন্ত রেজ্জাক খাঁ খুনে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকালই ভাঙড়ের এই হত্যাকাণ্ডে বড় মোড় দিয়েছিল পুলিশ। রেজ্জাককে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে। রেজ্জাকের পাশের বুথের সভাপতি তথা ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য ছিলেন এই দাপুটে নেতা। এবার পুলিশের জালে আরও এক তৃণমূল কর্মী।

জানা গিয়েছে, আজহারউদ্দিন আগে আইএসএফ করলেও, গত বছরের জুলাই মাসে শওকত মোল্লার হাত ধরেই আসমা বিবি এবং আজহারউদ্দিন মোল্লা  তৃণমূলে যোগ দেয়। আইএসএফে থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হওয়ায় গুরুতর আহত হয়েছিলেন আজহারউদ্দিন। আহত অবস্থাতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন আজহারউদ্দিন। গতকাল রাতে পোলেরহাট থানা এলাকার একটি আবাসন থেকে আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ।

আগেই  গ্রেফতার হওয়া তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে এবং ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই গতকাল  আজহারউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয় জাহান আলি খান ওরফে কাঙাল এবং রাজু মোল্লাকে।

ভাঙড়ে শুটআউটের ঘটনায় এই নিয়ে গ্রেফতার মোট চারজন। পুলিশ আজ আজহারউদ্দিন মোল্লাকে বারুইপুর আদালতে পাঠাবে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।