Panchayat Election 2023 Results: হিংসা-দীর্ণ ভাঙড় কার? এক প্রান্তে উড়ছে সবুজ আবির, অন্য প্রান্তে টক্কর আইএসএফের

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jul 11, 2023 | 3:23 PM

Panchayat Election 2023 Results: ভাঙড় ২ ব্লকে গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ২১৮। তবে এর মধ্যে ভোট হয়েছে ১৩২ আসনে। তৃণমূল রয়েছে সব আসনে। ৯৩টি বুথে প্রতিদ্বন্দ্বিতা করেছে আইএসএফ।

Panchayat Election 2023 Results: হিংসা-দীর্ণ ভাঙড় কার? এক প্রান্তে উড়ছে সবুজ আবির, অন্য প্রান্তে টক্কর আইএসএফের
আইএসএফ-টিএমসি পতাকা।

Follow Us

ভাঙড়: মনোনয়ন পর্ব থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়ের (Bhangar) একাধিক এলাকা। লাগাতার সংঘর্ষ হয় আইএসএফ (ISF) ও তৃণমূলের (Trinamool Congress) কর্মী সমর্থকদের মধ্যে। ঝরে রক্ত। প্রাণ গিয়েছে দুই দলের একাধিক কর্মী সমর্থকের। তবে ভোটের খুব একটা অশান্তি দেখা যায়নি ভাঙড়ে। এদিকে মঙ্গলবার গণনা শুরু হতেই দেখা যায় সিংহভাগ পঞ্চায়েতেই এগিয়ে ঘাসফুল শিবির। তবে পোলারহাট ২ নম্বর পঞ্চায়েত হাতছাড়া হয়েছে তৃণমূলের। নিজের গড়েই হেরে গিয়েছেন আরাবুল ইসলাম। ভাঙড় ২ নম্বর কেন্দ্রের ফলাফল সামনে আসার পর থেকেই এলাকায় ব্যাপক বোমাবাজি চলেছে বলে অভিযোগ। এদিকে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, ভাঙড় ১ ব্লকের সব আসনই গিয়েছে তৃণমূলের দখলে।

ভাঙড় ২ ব্লকে গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ২১৮। তবে এর মধ্যে ভোট হয়েছে ১৩২ আসনে। তৃণমূল প্রার্থী দিয়েছে সব আসনে। ৯৩টি বুথে প্রতিদ্বন্দ্বিতা করেছে আইএসএফ। বামেরা লড়ছে ২২ আসনে। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি লড়াই করেছে ২৪টি আসনে। অন্যদিকে রয়েছে ৩০টি পঞ্চায়েত সমিতি। তৃণমূল রয়েছে সব আসনেই। এর মধ্যে ১৬টিতে ভোট হয়েছে। আইএসএফ লড়ছে ৮টি আসনে। বামেরা লড়েছে ৫ আসনে। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি লড়েছে ৩ আসন। জেলা পরিষদের আসন সংখ্যা ৩। যার মধ্যে আইএসএফ লড়ছে ২ আসনে। বামেরা ১ আসনে। তৃণমূল রয়েছে ৩টিতেই। 

একনজরে ভাঙড়ে ২ ব্লকে পঞ্চায়েত ভোটের ফল… 

১. বামনঘাটা – মোট ১৯, ১১টি বিনা লড়াইয়ে জয় তৃণমূলের। ৮টিতে ভোট হয়। ৮টিতেই জয় তৃণমূলের।

২. বেঁওতা ১-এ মোট আসন ১৫। ৮টিতে বিনা লড়াইয়ে আগেই জয় পা তৃণমূল। বাকি ৭টিতেও তৃণমূলের জয়।

৩. বেঁওতা ২ –  মোট আসন ১৮টি। ৪টিতে আগেই বিনা লড়াইয়ে জয়। এখন ১টিতে জয় তৃণমূলের। ৪টিতে জয়ী সিপিআইএম। 

৪. ভগবানপুর –  মোট আসন ২৮। ১০টি আগেই বিনা লড়াইয়ে জয় তৃণমূলের। এখন ১৪টি তৃণমূলের।  ৪টিতে জয় আইএসএফের। 

৫. ভোগালি ১-এ মোট আসন ১৮। বিনা লড়াইয়ে আগেই তৃণমূলের জয় ১০। ৪টিতে নতুন করে জয় তৃণমূলের। ৪টি রয়েছে আইএসএফের দখলে। 

৬. ভোগালি ২- মোট আসন ১৮টি। ১২টিতে আগেই বিনা লড়াইয়ে জয় তৃণমূলের। নতুন করে ৩টি তৃণমূলের দখলে। ৩টি আইএসএফের দখলে।

৭. চালতাবেড়িয়া – মোট আসন ৩০। বিনা লড়াইয়ে জয় তৃণমূলের ৯। আজ ফল প্রকাশের পর ১৩টিতে জয় তৃণমূলের। ৪টিতে জয় আইএসএফের। ১টি জয় নির্দলের।

৮. পোলেরহাট ২- মোট আসন ২৪। ১টিতে জয়ী ঘাসফুল শিবির। ১১ টি জমি কমিটি ও আইওসএফ জোটের প্রার্থীদের জয়।

৯. পোলেরহাট ১- মোট আসন ১৮টা। বিনা লড়াইয়ে আগেই ৮টি আসনে জয় তৃণমূলের। ফল প্রকাশের পর ৩টি গিয়েছে তৃণমূলের দখলে। সাতটি রয়েছে আইএসএফের দখলে। 

১০. শানপুকুর – মোট আসন ৩০। ১৪ টি বিনা লড়াইয়ে জয় তৃণমূলের। ৪টি তৃণমূল। ১২টা আইএসএফ।

Next Article