ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে সিপিএম নেতা প্রতিকুর রহমানকে থানায় আটকে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। থানায় প্রতিকুরের সঙ্গে পুলিশের কথোপকথনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। দেখুন….
#WATCH: ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমানকে থানায় আটকে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। থানায় প্রতিকুরের সঙ্গে পুলিশের কথোপকথনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
WATCH LIVE: https://t.co/gXqO63iLKd#DiamondHarbour | #ViralVideo pic.twitter.com/lvdgUDcD4l
— TV9 Bangla (@Tv9_Bangla) July 11, 2023
প্রতিকুর হলেন ডায়মন্ড হারবারের সিপিএম নেতা। গণনার দিন সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায়। ফকিরচাঁদ কলেজের অদূরেই বোমাবাজি হতে তাকে। মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে। শাসকদলের কর্মীরা বিরোধীদের যেতে বাধা দিচ্ছিল বলে অভিযোগ ওঠে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
ঘটনার পর ওই এলাকায় পৌঁছয় সিপিএম নেতা প্রতিকুর। তিনি সেখানে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে থাকেন। সিপিএম নেতা প্রতিকূর রহমান বলেন, “রাত থেকেই বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে ছিল তৃণমূলের লোকজন। আমরা যখন ঢুকতে যাই, তখন বাধা দেওয়া হয়। নিরীহ, নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করা হয়। পরপর বোমা ছোড়া হয়েছে, গুলিও চালানো হয়েছে।” অভিযোগ, যারা বোমাবাজি করেছিল, তাদের বদলে পুলিশ বিরোধীদেরই ধরে থানায় নিয়ে যায়। তাঁদেরই একজন হলেন প্রতিকুর রহমান।