Partharpratima Arrest: মায়ের সঙ্গে আশ্রমে গিয়েছিলেন তরুণী, অভিযোগ, সাধুর ঘৃণ্য আচরণের শিকার শিক্ষিকার মেয়ে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 04, 2022 | 12:15 PM

Partharpratima Arrest: স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, কয়েক মাস আগে এক শিক্ষিকা ও তাঁর মেয়ে ওই আশ্রমে যান। অভিযোগ, তার পর থেকে ওই তরুণীকে ফোন করে বারে বারে উত্ত্যক্ত করতে থাকেন ওই সাধু।

Partharpratima Arrest: মায়ের সঙ্গে আশ্রমে গিয়েছিলেন তরুণী, অভিযোগ, সাধুর ঘৃণ্য আচরণের শিকার শিক্ষিকার মেয়ে
পাথরপ্রতিমায় ধৃত সাধু

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: মায়ের সঙ্গে আশ্রমে গিয়েছিলেন তরুণী। তারপরই ওই আশ্রমের সাধু তাঁর ফোন নম্বর নিয়েছিলেন। বাড়ি ফেরার পর থেকেই ওই সাধু তাঁর ফোনে অশালীন মেসেজ ও ছবি পাঠাতে থাকেন বলে অভিযোগ। বিষয়টি প্রথমে ওই তরুণী তাঁর মাকে জানান। প্রথমে গ্রামবাসীদের মধ্যস্থতায় বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও সমস্যার সমাধান হয় না। শেষমেশ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন তরুণীর মা। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই সাধুকে গ্রেফতার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানা এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, কয়েক মাস আগে এক শিক্ষিকা ও তাঁর মেয়ে ওই আশ্রমে যান। অভিযোগ, তার পর থেকে ওই তরুণীকে ফোন করে বারে বারে উত্ত্যক্ত করতে থাকেন ওই সাধু। সঙ্গে অশালীন টেক্সট ও ভয়েজ় মেসেজ পাঠাতে শুরু করেন মোবাইলে।

তরুণী প্রথমেই তাঁর মাকে সব জানান। শিক্ষিকা এরপর এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে পুরো বিষয়টি জানান। এরপর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে আশ্রমের ওই সাধুকে মারধর করতে থাকেন। এমনকি আশ্রম চত্বরের গাছে বেঁধে মারধর চলে বেশ কিছুক্ষণ। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

পরে পুলিশ গিয়ে অভিযুক্ত সাধুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় পাথরপ্রতিমা থানায়। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করে অভিযুক্তের কঠোর শাস্তি হবে। সূত্রের খবর, ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।