Rabindranagar: বলেছিলেন শ্বশুরবাড়ি যাবেন, ২২ দিন পর প্যাকেট থেকে দেহ পেল পরিবার
Rabindranagar: গত ১৬ তারিখ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন তাজুদ্দিন নামে ওই যুবক। কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি তাঁর সঙ্গে। শ্বশুরবাড়ির না গিয়ে সে কোথায় গিয়েছে, কোনও রকম ভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রবীন্দ্রনগর: শ্বশুরবাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন। কিন্তু কুড়ি-বাইশ দিন কেটে গেলেও আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়রি করেন। এরপর বাইশ দিন পর উদ্ধার হল দেহ। ঘটনাটি ঘটেছে রবীন্দ্রনগর থানা এলাকার একটি জঙ্গল থেকে।
গত ১৬ তারিখ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন তাজুদ্দিন নামে ওই যুবক। কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি তাঁর সঙ্গে। শ্বশুরবাড়ির না গিয়ে সে কোথায় গিয়েছে, কোনও রকম ভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর ১৭ তারিখ তাজউদ্দিনের বাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলা আকড়া স্টেশনের পাশে। সঙ্গে সঙ্গে স্থানীয় রাজাবাগান থানায় তার নিখোঁজ ডাইরিও করে পরিবারের লোকজন।
এরপর আজ সন্ধ্যেবেলায় রবীন্দ্র নগর থানা এলাকার পাঁচুর গাজি পাড়ার একটি জঙ্গল থেকে প্যাকেটে দড়ি বাধা অবস্থায় পচা গলা দেহ উদ্ধার হয়। তা ঘিরে এলাকায় চঞ্চল্য ছড়ায়। দেহটিকে ইতিমধ্যে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাজউদ্দিনের পরিবার দেহ সনাক্ত করেছে। পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে। কিন্তু কেন এমন ঘটনা তা এখনো পরিষ্কার নয়। এই ঘটনায় পরিবারের লোকজন মিঠু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরও হয়েছে। তবে এরপর থেকেই ওই ব্যক্তি পলাতক। বাড়ি তালা বন্ধ অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রবীন্দ্রনগর থানার এবং রাজাবাগান থানার পুলিশ।

