Road Accident: দুই বাইকের মুখোমুখির সংঘর্ষ, পঞ্চমীর রাতে মৃত্যু ১ জনের

Shuvendu Halder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 20, 2023 | 1:18 PM

Road Accident: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়ার দিক থেকে দু'টি বাইকে তিনজন যুবক রুদ্রনগরে যাচ্ছিল। যাওয়ার পথে হরিণবাড়ি বাজারের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটোকে পাশকাটাতে যায়। সেই সময় দু'টি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। ছিটকে পড়েন তিনজনই।

Road Accident: দুই বাইকের মুখোমুখির সংঘর্ষ, পঞ্চমীর রাতে মৃত্যু ১ জনের
পথ দুর্ঘটনায় মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সাগর: পুজো এসেছে। শুরু হয়েছে প্যান্ডেল হপিং। আর এই সবের মধ্যেও অব্যাহত মৃত্যুর খবর। পঞ্চমীর রাত্রিবেলা দুই বাইকের সংঘর্ষে মৃত্যু যুবকের। গুরুতর আহত আরও দুই যুবক।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়ার দিক থেকে দু’টি বাইকে তিনজন যুবক রুদ্রনগরে যাচ্ছিল। যাওয়ার পথে হরিণবাড়ি বাজারের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টোটোকে পাশকাটাতে যায়। সেই সময় দু’টি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। ছিটকে পড়েন তিনজনই।

দ্রুত স্থানীয় বাসিন্দারা ওই তিনজনকে উদ্ধার করে স্থানীয় সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বল ঘোষণা করেছেন। মৃতের নাম অভিজিৎ দাস (৩২)। তিনি সাগরের রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। আহতদের নাম সত্যজিৎ দাস ও আশীস কয়াল। আহতদের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Next Article