Royal Bengal Tiger: লোকালয়ে ঘুরছে রয়্যাল বেঙ্গল, নদীর চড়ে থাবা! ঘুম ছুটছে সুন্দরবনবাসীর

Shuvendu Halder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 11, 2023 | 2:03 PM

Royal Bengal Tiger: তাদের দাবি, চলতি মাসের শুরুতেই এই বাঘটি এলপ্লট-শ্রীধর নগর এলাকার লোকালয়ে ঢুকে পড়েছিল। এরপর নদীর পাড় বরাবর বেশ কয়েকটি সে ঘোরাঘুরি করে নদী পেরিয়ে ঢুকে পড়ে ধনচির জঙ্গলে। সেই কারণেই পায়ের ছাপ রয়ে গিয়েছে।

Royal Bengal Tiger: লোকালয়ে ঘুরছে রয়্যাল বেঙ্গল, নদীর চড়ে থাবা! ঘুম ছুটছে সুন্দরবনবাসীর
রয়্যাল বেঙ্গল আতঙ্ক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পাথরপ্রতিমা: কালীপুজোর আনন্দ দূরে থাক। সুন্দরবনের গোবর্ধনপুর দ্বীপাঞ্চলের বাসিন্দারা এখন ভয়ে কাঁপছেন রয়্যাল বেঙ্গলের আতঙ্কে। কয়েকদিন আগে তো লোকালয়েই বাঘটিকে ঘুরে বেড়াতে দেখেন সেখানকার বাসিন্দার। এরপর আবার দেখা মিলল বাঘের থাবার। তাহলে কি এলাকাতেই কোথাও লুকিয়ে রয়েছে দক্ষিণরায় ঝোপ বুঝে কোপ মারার তালে?

জানা গিয়েছে, সুন্দরবনের পাথরপ্রতিমার গোবর্ধনপুরের এলপ্লট-শ্রীধরনগরের পর এবার ইন্দ্রপুরের কাছে নদীর চড়ে বাঘের পায়ের থাবা দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। আতঙ্কের জেরে শনিবার সকালেও লাঠি হাতে পাহাড়া দেন তাঁরা।

ঘটনার বিষয়ে কী বলেছে বন দফতর?

তাদের দাবি, চলতি মাসের শুরুতেই এই বাঘটি এলপ্লট-শ্রীধর নগর এলাকার লোকালয়ে ঢুকে পড়েছিল। এরপর নদীর পাড় বরাবর বেশ কয়েকটি সে ঘোরাঘুরি করে নদী পেরিয়ে ঢুকে পড়ে ধনচির জঙ্গলে। সেই কারণেই পায়ের ছাপ রয়ে গিয়েছে। বন কর্মীরা আশ্বাস দিয়েছেন, এটা কোনও নতুন পায়ের ছাপ নয়। তবে এরপরও কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বনদফতর।

ইতিমধ্যে নদীর তীরে প্রায় ১৮ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলনকান্তি মণ্ডল বলেন, “নতুন করে কোনও বাঘের পায়ের ছাপ পাওয়া যায়নি। আগের বাঘটি লোকালয় থেকে আগেই বেরিয়ে গিয়েছে। ধনচির জঙ্গলে থাকা ক্যামেরায় বাঘটির ছবি ধরা পড়েছে। এলাকার আতঙ্কিত হওয়ার কোনও ব্যাপার নেই। তবে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।” স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, “এলাকার একজন মানুষ জাল ফেলতে গিয়ে দেখেন বাঘের পায়ের ছাপ। আমাদের জানায়। আমরা বন দফতরে খবর দিই। বনদফতর জাল ফেলেছে।”

Next Article