Sandeshkhali: ‘ওঁ একজন বাঘিনী, অনেক দূর এগোবে’, সন্দেশখালিতে দাঁড়িয়ে রেখা পাত্রকে নিয়ে এবার বড় ইঙ্গিত দিয়ে গেল বিজেপি কেন্দ্রীয় টিম
Sandeshkhali: রেখা পাত্রের সাহসিকতার জন্য বাহবা দেন রবিশঙ্কর প্রসাদও। গদখালি থেকে সন্দেশখালি- আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। রেখা পাত্র বলেন, "প্রধানমন্ত্রী বলেছিলেন শক্তিস্বরূপা। আজ প্রাক্তন পুলিশ কর্তা বাঘিনী বললেন আমাকে, তবে আমার মনে হয়, এটা শুধু আমাকে বলা নয়, সন্দেশখালির প্রত্যেক মহিলাকে বলা হয়েছে।"

সন্দেশখালি: রাজ্যে এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সাংসদ রবিশঙ্কর প্রসাদরা। সোমবার উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখা করার পর মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঘোরেন তাঁরা। যান সন্দেশখালিতে। ভোটের পর সন্দেশখালির একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে সঙ্গে নিয়েই হিংসা কবলিত এলাকায় ঘোরেন তাঁরা।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই সন্দেশখালির বামনগিরি এলাকায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে। আক্রান্তদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি রেখা পাত্রকে ‘সন্দেশখালির বাঘিনী’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “রেখা যেভাবে লড়াই করেছে, তা বলার মতো। আমি বলে রাখছি, এই মেয়ে অনেক দূর যাবে। আর আমি এখানে বলে যাচ্ছি, এই মহিলা সন্দেশখালির বাঘিনী। ” তিনি বলেন, “আমি এই নিয়ে পাঁচ বার বাংলায় এসেছি। এই সন্দেশখালিতে কেবলই অত্যাচার। আমি উর্দি পরেছি। কিন্তু এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা দেখে দুঃখ পাই।”
রেখা পাত্রের সাহসিকতার জন্য বাহবা দেন রবিশঙ্কর প্রসাদও। গদখালি থেকে সন্দেশখালি- আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। রেখা পাত্র বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন শক্তিস্বরূপা। আজ প্রাক্তন পুলিশ কর্তা বাঘিনী বললেন আমাকে, তবে আমার মনে হয়, এটা শুধু আমাকে বলা নয়, সন্দেশখালির প্রত্যেক মহিলাকে বলা হয়েছে।” তিনি বলেন, “মানুষে তো বাড়িতেই ফিরতে পারেনি। কাউন্টিং এজেন্টরা এখনও ঘরছাড়া। গ্রামে ঢুকতে পারেনি। তাহলে পরিস্থিতি স্বাভাবিক হল কীভাবে?”
প্রসঙ্গত, বসিরহাট লোকসভা কেন্দ্রের হাজি নুরুল ইসলামের হাত ধরে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। কিন্তু এই লোকসভার সন্দেশখালি বিধানসভাতে লিড দিয়েছেন রেখা পাত্রই। গত জানুয়ারি মাস থেকে তপ্ত থেকেছে সন্দেশখালি। জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তপ্ত পরিস্থিতি বাচ্চা কোলে নিয়ে সংবাদমাধ্যমের সামনে শিবু হাজরা, শেখ শাহজাহানদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রেখা পাত্র। তাঁর দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে গ্রেফতার হন শিবু। আন্দোলনের মুখ রেখা পাত্রই বিজেপির বাজি ছিল। সন্দেশখালিতে লিডও পায় বিজেপি। এবার রেখা পাত্রকে নিয়ে বড় কথা বলে গেলেন বিজেপির কেন্দ্রীয় টিম।





