Sandeshkhali: ‘বনধ চলছে? কারা ডাকল? বুঝলামই না কিছু!’ বামেদের বনধে সন্দেশখালি বলছে, ‘কুছ পরোয়া নেহি’

Sandeshkhali: কাজের সূত্রে পথেই রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সন্দেশখালির এক ও দু' নম্বর ব্লকের সিপিএমের ডাকা বনধের কোনও প্রভাবই পড়েনি। প্রভাব তো দূরের কথা, সন্দেশখালির প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের অধিকাংশ জানেনই না, 'আদৌ বনধ চলছে।' অধিকাংশ বাসিন্দা, ব্যবসায়ী জানেনই বন্ধ চলছে, কে বনধ ডেকেছে।

Sandeshkhali: 'বনধ চলছে? কারা ডাকল? বুঝলামই না কিছু!' বামেদের বনধে সন্দেশখালি বলছে, 'কুছ পরোয়া নেহি'
সন্দেশখালিতে বনধের প্রভাব পড়েনিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 11:21 AM

সন্দেশখালি: বাংলা এখন হটস্পট সন্দেশখালি। একদিকে, যখন ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশখালির সফর রয়েছে, তখন অন্যদিকেই সন্দেশখালিতে আজ ১২ ঘণ্টার বনধ ডেকেছে সিপিএম। প্রাক্তন বিধায়ক নিরুপদ সর্দারের মুক্তির দাবিতে বনধ ডেকেছে সিপিএম।  সন্দেশখালির ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরার বাগানবাড়ি, পোলট্রি ফার্ম পোড়ানোর ক্ষেত্রে এফআইআর-এ প্রথমেই নাম রয়েছে নিরাপদের। রবিবার গ্রেফতার করা হয়েছে নিরাপদ সর্দারকে। আর তাঁর গ্রেফতারি ঘিরে সন্দেশখালিতেই মাথাচাড়া দিয়ে উঠেছে আরেক বিক্ষোভ। প্রতিবাদ সিপিএম ১২ ঘণ্টার বনধ  ডেকেছে। কিন্তু সোমবার সকালে সেই বনধের সেরকম কোনও প্রভাব পড়েনি সন্দেশখালিতে। দোকানপাট খোলা রয়েছে, রাস্তায় গাড়ির সংখ্যাও যথেষ্ট বেশি। কাজের সূত্রে পথেই রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সন্দেশখালির এক ও দু’ নম্বর ব্লকের সিপিএমের ডাকা বনধের কোনও প্রভাবই পড়েনি। প্রভাব তো দূরের কথা, সন্দেশখালির প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের অধিকাংশ জানেনই না, ‘আদৌ বনধ চলছে।’ অধিকাংশ বাসিন্দা, ব্যবসায়ী জানেনই বন্ধ চলছে, কে বনধ ডেকেছে।

স্থানীয় এক মহিলা বলেন, “কোথায় বনধ, কে বনধ ডেকেছে।” পাশেই ছিলেন আরেক ব্যক্তি। তিনি বলেন, “নাহ, আমাদের এখানে কোনও বনধ চলছে না। আমরা জানি না কোনও বনধ হচ্ছে বলে!” স্থানীয় এক ব্যবসায়ী দোকানেই বসেছিলেন। তিনি বলেন, “আমাদের বনধের কথা জানা নেই। আমরা তো কিছু জান না এ বিষয়ে।”

অর্থাৎ প্রাক্তন বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে সন্দেশখালিতে ১৪৪ ধারা উপেক্ষা করেই বনধ ডেকেছে সিপিএম। কিন্তু সেই বনধের প্রভাব সে অর্থে পড়েনি সন্দেশখালিতে।