Royal Bengal Tiger Attack: নৌকা থেকেই টেনে নিয়ে গেল জঙ্গলে, বাঘে-মানুষের ভয়ানক লড়াই সুন্দরবনে
Royal Bengal Tiger Attack: মৃত মৎস্যজীবীর নাম শ্রীদাম হালদার। তাঁর বাড়ি কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চকে। জানা গিয়েছে, গোপালগঞ্জ গ্রাম থেকে চারজন মৎসজীবী সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদীতে মাছ ধরতে যান। সোমবার কাকভোরে খবর আসে শ্রীদামকে বাঘে ধরে নিয়ে গিয়েছে।
সুন্দরবন: পেট চালাতে পাড়ি দিতে হয় সুন্দরবনের গহন অরণ্যে। মাছ ধরা থেকে মধু সংগ্রহ। এই ভাবেই সেখানকার মানুষদের পেট চলে। তবে এই রোজগারের আশায় গভীর অরণ্যে প্রবেশ করে প্রাণ চলে যায় মৎস্যজীবীদের একাংশের। আবারও সেই একই ঘটনা প্রকাশ্যে এল। আবারও সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর।
মৃত মৎস্যজীবীর নাম শ্রীদাম হালদার। তাঁর বাড়ি কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চকে। জানা গিয়েছে, গোপালগঞ্জ গ্রাম থেকে চারজন মৎসজীবী সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদীতে মাছ ধরতে যান। সোমবার কাকভোরে খবর আসে শ্রীদামকে বাঘে ধরে নিয়ে গিয়েছে। এই খবর আসতেই কান্নার রোল পড়ে যায় ওই মৎস্যজীবীর বাড়িতে। পাড়া পড়শীরা ভিড় করেন হালদার বাড়িতে।
এ দিকে, ওই মৎস্যজীবীর দেহ উদ্ধার করেছেন বাকি মৎস্যজীবীরা। গোটা ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখছেন বাকি মৎস্যজীবীরা। মৃত শ্রীদামের স্ত্রী ভগবতী হালদার বলেন, “মাছ ধরব বলে বুধবার বেরিয়েছিল। আজ বেলায় খবর পেলাম। পাড়ার এক ঠাকুমা এসে জানাল। আমি বিশ্বাস করতেই পারছি না এখনও।”