বারুইপুর: ঘর হারিয়ে রাস্তায় আরাবুল। ভাঙড়ের দাপুটে নেতা আরবুল ইসলামকে খোলা আকাশের নীচে বসে থাকতে দেখে চমকে গিয়েছেন অনেকেই। চেয়ার-টেবিল নিয়ে বাইরে বসে কাজ করছেন আরাবুল। তাঁর দাবি, ১২ বছর ধরে যে ঘরে বসেছেন তিনি, সেই ঘরে আর বসতে পারছেন না। কিছুদিন বিডিও-র ঘরে বসে কাজ করছিলেন, আর বৃহস্পতিবার থেকে বসেছেন রাস্তায়। আরাবুলের এই পরিস্থিতি দেখে বিধায়ক শওকত মোল্লা বললেন, ‘নাটক’।
আরাবুল-শওকত বিরোধ সামনে এসেছে বারবার। আরাবুলের সেই দাপট এখন আর নেই, এমনটাই মনে করেন এলাকার রাজনীতিকরা। আর এবার সরাসরি আরাবুলকে কটাক্ষ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। তিনি বলেন, “নাটক করছে, নিজের কয়েকজন পেটুয়াদের দিয়ে কাগজ নিয়ে এসে সই করে ফেসবুকে পোস্ট করছে, লজ্জা শরম বলে কিছু নেই”।
বৃহস্পতিবার ভাঙড় ২ পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর না পেয়ে বাইরে বেরিয়ে ফাঁকা আকাশের নীচে চেয়ার টেবিল পেতে সাধারণ মানুষকে পরিষেবা দিতে দেখা গিয়েছে আরাবুলকে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির ঢিল ছোঁড়া দূরত্বে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে দলীয় কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা করেন শওকত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি আরাবুলকে কটাক্ষ করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাঙড় নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। শওকত বলেন, “ভাঙড় তৃণমূল কংগ্রেস লোকসভায় যেভাবে লড়াই করেছে, বিধানসভায়ও একই রকমভাবে লড়াই করবে, তার জন্য সবরকম সহযোগিতা আমরা পাব।”
তিনি বোঝাতে চাইলেন আরাবুল কোনও ফ্যাক্টর নয়। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গেই আছেন। কয়েকদিন আগেই আরাবুল জোর গলায় বলেছিলেন দলের ২০০ শতাংশ সাপোর্ট তাঁর সঙ্গে আছে। তারপর শওকতের এই ব্যাখ্যা। আরাবুল সওকাতের এই কাজিয়ার রেশ কতদিন চলে এখন সেদিকেই তাকিয়ে ভাঙড়ের রাজনৈতিক মহল।