Bhangar: কাটমানি নেওয়ার কথা ‘স্বীকার’ শওকতের, নাম না করে আক্রমণ আরাবুলকে

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Dec 13, 2024 | 1:15 PM

Bhangar: বিষয়টি নিয়ে সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা। এলাকার বিজেপি নেতা অবনি মণ্ডল বলেন, “আমরা যে বলতাম এটা কাটমানির সরকার, তা বিধায়ক স্বীকার করলেন। পিচের রাস্তায় পিচ কেন উঠে যাচ্ছে তার কারণটা এখন স্পষ্ট।”

Bhangar: কাটমানি নেওয়ার কথা ‘স্বীকার’ শওকতের, নাম না করে আক্রমণ আরাবুলকে
শওকত মোল্লা
Image Credit source: Facebook

Follow Us

ভাঙড়: দলীয় কর্মীসভায় কন্ট্রাকটরদের কাছ থেকে কাটমানি নেওয়ার কথা ‘স্বীকার’ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে অনুষ্ঠিত একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি নাম না করে আরাবুল ইসলাম সেই টাকা একাই ভোগ করতো বলে দাবি করেন তিনি। 

ক্যানিং পূর্বের বিধায়ক বলেন, “কনট্রাকটরদের কাছ থেকে যে পয়সা পাওয়া যেত সেটা দু’একজন ব্যক্তি নিয়ে চলে যেত। আমরা এখন সেই টাকা গরিব মানুষের মধ্যে বিলি করছি কিছু না কিছু দিয়ে।” প্রসঙ্গত, ভাঙড় বিধানসভায় পাঁচ হাজার কম্বল প্রদান করার কর্মসূচি নিয়েছেন শওকত। যার খরচ আনুমানিক ২৫-২৭ লক্ষ টাকা। 

তবে বিষয়টি নিয়ে সমালোচনা করতে ছাড়েননি বিরোধীরা। এলাকার বিজেপি নেতা অবনি মণ্ডল বলেন, “আমরা যে বলতাম এটা কাটমানির সরকার, তা বিধায়ক স্বীকার করলেন। পিচের রাস্তায় পিচ কেন উঠে যাচ্ছে তার কারণটা এখন স্পষ্ট।” প্রসঙ্গত, আবাস থেকে একশো দিনের কাজ, বিগত কয়েক বছরে রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে লাগাতার কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। আক্রমণের সুর আরও ধারাল করেছে বিরোধীরা। সরগরম হয়েছে ভোটের ময়দান। এবার আরাবুল প্রকারন্তরে কাটমানি নেওয়ার কথা ‘স্বীকার’ করতেই তা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক আঙিনায়।

Next Article