ডায়মন্ড হারবার: শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি। আর সেই হাসপাতালেই কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। কাঠগড়ায় হাসপাতালেরই দুই সাফাই কর্মী। নির্যাতিতার পরিবারর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলাও রুজু হয়েছে। আরও একজনের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।
ডায়মন্ড হারবার থানা এলাকাতেই বাড়ি বছর পনেরোর ওই কিশোরীর। এলাকারই একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে খবর, শারীরিক অসুস্থতার জন্য শনিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি ছিল আইসিইউ-তে। অভিযোগ, ভর্তির পর থেকেই ওই কিশোরীর উপর শারীরিক নির্যাতন চালান হাসপাতালের দুই সাফাই কর্মী। এমনকী ঘটনার কথা যাতে কাউকে না জানায় জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ভয়েই শুরুতে মুখ বন্ধ রাখে ওই কিশোরী। কিন্তু মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের কাছে ভেঙে পড়ে।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুরেরই পরিবারের লোকজনের কাছে সবটা খুলে বলে ওই কিশোরী। সবটা জেনে আর দেরি করেননি পরিবারের সদস্যরা। কিছু সময়ের মধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই অ্য়াকশনে নামে পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। বর্তমানে ওই কিশোরী সুস্থ হলে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।