দক্ষিণ ২৪ পরগনা: এক বৃদ্ধকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল নাত জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার বেলিয়াডাঙা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার গভীর রাতে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় বছর পঁয়ষট্টির জাভেদা বিবিকে বাড়ির পাশের বাগানে পড়ে থাকতে দেখেন। তাঁকে সেখান থেকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বৃদ্ধার মুখে ও হাতে গভীর ক্ষত রয়েছে। দৃশ্যত তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
আঘাত গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই বৃদ্ধা জানিয়েছেন, এই ঘটনার পিছনে তাঁর নাত জামাইয়ের হাত রয়েছে। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত নাত জামাই বাবু ওরফে আক্রাম খান পলাতক। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আক্রামের খোঁজ চালাচ্ছে পুলিশ।
পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, জমি বিক্রি করে ব্যবসা শুরু করার জন্য নাত জামাই আক্রামকে টাকা দেওয়ার কথা ছিল বৃদ্ধা জাবেদার। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যের কথা ভেবে সেই জমি বিক্রি করতে পরে রাজি হননি তিনি। আর তাতেই রেগে যান আক্রম।
জাবেদার ওপর সব রাগ গিয়ে পড়ে তাঁর। অভিযোগ, রাতে শ্বশুর বাড়িতে ঢুকে জাভেদাকে কুপিয়ে খুনের চেষ্টা করে আক্রম। ঘটনার পর থেকে পলাতক আক্রম। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।