বাড়ি রাজি নয়, তাই বিয়ে করতে পারবে না প্রেমিক! গায়ে আগুন দিল প্রেমিকা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 23, 2021 | 11:18 AM

Kultoli: দু'বছর আগে ১৯ বছরের কৌশল্যা নস্করের সঙ্গে পরিচয় হয় বিভাস নস্করের।

বাড়ি রাজি নয়, তাই বিয়ে করতে পারবে না প্রেমিক! গায়ে আগুন দিল প্রেমিকা
নিজস্ব চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: প্রেমিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। ঘটনাটি ঘটেছে কুলতলির (Kultoli) পূর্ব গাবতলা গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় জয়নগর ব্লক হাসপাতালে ভর্তি ওই তরুণী।

দু’বছর আগে ১৯ বছরের কৌশল্যা নস্করের সঙ্গে পরিচয় হয় বিভাস নস্করের। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি বিয়ের ব্যাপারে বিকাশকে জানায় সে। বিকাশ তার পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। সেইমতো কৌশল্যা বিকাশের পরিবারের সঙ্গে কথা বলে। কৌশল্যার প্রস্তাব সরাসরি নাকচ করে দেয় বিকাশের পরিবার।

তাদের সম্পর্ক অস্বীকার করে বিকাশের পরিবার। বিষয়টি বিকাশকে জানালে বিকাশও তার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। পরিবারের দাবি, এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল কৌশল্যা। তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় কৌশল্যা। পরিবারের লোক তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনায় বিকাশ ও তার পরিবারের বিরুদ্ধে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছে কৌশল্যার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। বিকাশ ও তার পরিবারের লোকজনদের কড়া শাস্তির দাবি জানিয়েছে কৌশল্যার পরিবার।

শরীরের জ্বালা নিয়ে হাসপাতালের বেডে শুয়ে কৌশল্যা বলল, “আমরা একে অপরকে ভালোবাসি। কিন্তু ওর বাড়ির লোক মানছে না। ও বিয়ে করতে চায় আমাকে। কিন্তু বাড়ির লোক বলছে ওই মেয়েকে বউ করে আনলে বিষ দিয়ে মেরে দেব। আমি ওকেই বিয়ে করতে চাই।”

আরও পড়ুন: সিসি ক্যামেরায় গতিবিধি চিহ্নিত, বিরাটিতে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার বাবুলাল-ঘনিষ্ঠ যুবক


Next Article