দক্ষিণ ২৪ পরগনা: সবেমাত্র নতুন দল গঠন করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) কর্মীদের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। দেওয়াল দখলকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে আহত এক। ঘলটনাকে ঘিরে উত্তেজনা ভাঙড়ের (Bhangore) চাঁদপুর খড়গাছি এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকরা ভাঙড়ের খড়গাছি এলাকায় একটি দেওয়ালে চুন লাগাচ্ছিলেন। অভিযোগ সেই সময় ওই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য জুলমাত মোল্লা তাঁর সঙ্গীদের নিয়ে বাধা দেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়।
কথা কাটাকাটি চরমে ওঠে, শুরু হয় সংঘর্ষ। অভিযোগ, হাতাহাতি চলাকালীন মাথা ফেটে যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএফএস) দলীয় কর্মী আবু কালাম মোল্লার। স্থানীয় লোকজন তাঁকে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতলে নিয়ে যান।
আরও পড়ুন: রাজ্যে ৫ লক্ষ রোহিঙ্গার নাম ভোটার তালিকায়, জাল ভোটার ১০ লক্ষ, বিস্ফোরক দাবি
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাঙড় থানার আইসি অসিত বরণ ক্যুইলার ঘটনাস্থলে। এলাকায় টহল দিচ্ছে পুলিস।