মাছ ধরতে জাল ফেলেছিলেন খাঁড়িতে, যা পেলেন তাতে কয়েক মাস ঘরে বসেই খাবেন চরণ

Feb 21, 2021 | 1:06 PM

সংসার যাপন হয় মাছ বেচেই। যা আয় হয়, তাতে কোনওমতে চরণের সংসারে চাল-নুনের জোগাড় হয়ে যায়।

মাছ ধরতে জাল ফেলেছিলেন খাঁড়িতে, যা পেলেন তাতে কয়েক মাস ঘরে বসেই খাবেন চরণ
ফাইল চিত্র

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: মাছ-কাঁকড়া ধরতে জাল ফেলেছিলেন। কিন্তু টান এসেছিল এমন, ভেবেছিলেন জালে বোধহয় কোনও কুমির আটকেছে। ভয় পেয়েছিলেন। অত্যন্ত সন্তর্পণে জাল তুলেছিলেন নৌকায়। পরে দেখেন, মাছই আটছে, কিন্তু তা সচরাচর চোখে পড়ে না। একটা মাছেরই বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার টাকা। সুন্দরবনের (Sundarban) বাসন্তী ব্লকের ৬ নম্বর শিকারি পাড়ার বাসিন্দা চরণ হালদারের কপালই খুলে গেল ছুটির দিনে।

সংসার যাপন হয় মাছ বেচেই। যা আয় হয়, তাতে কোনওমতে চরণের সংসারে চাল-নুনের জোগাড় হয়ে যায়। রবিবার সকালেও নদীতে গিয়েছিলেন তিনি। সুন্দরবনের হোগল নদীর পুরন্দরপুর এলাকায় জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলেন।

জালে ধরা পড়ে এই মাছ

আরও পড়ুন: ‘কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথে আর মাঠে থাকব আমরা’, বিতর্ক উস্কে দিলেন ভাঙড়ের তৃণমূল নেতা

আচমকা জালে টান আসে। জাল তুলতে গিয়ে সমস্যা হয় চরণের। ভাবেন, হয়তো কুমির আটকে পড়েছে। ভয়ে ভয়ে জাল টেনে তোলেন নদী পাড়ে। দেখেন এক বিশাল মাছ ধরা পড়েছে জালে। মাছটির ওজন প্রায় ২৫ কেজি। মাছটি দেখতে ভিড় জমায় প্রতিবেশীরা। মাছটির আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।

Next Article