দক্ষিণ ২৪ পরগনা: পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা-সহ ৬ জন চোরা কারবারি। শুক্রবার ভোরে ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার ভগবানপুর এলাকার ঘটনা। ধৃতদের কাছ থেকে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল ও ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও একটি টাটা সুমো বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা সুন্দরবনে বিভিন্ন রকম চোরা কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশের অনুমান।
শুক্রবার ভোরে টাটা সুমো গাড়িতে করে এক মহিলা-সহ ৬জন দুষ্কৃতী সুন্দরবনের পাথরপ্রতিমা এলাকায় যাচ্ছিল। মাঝ রাস্তায় পুলিশের নাকা চেকিংয়ে তল্লাশি অভিযানের সময় আগ্নেয়াস্ত্র-সহ হাতেনাতে ধরা পড়ে দুষ্কৃতীরা। ধৃতরা সকলেই আমতলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতরা কেন আগ্নেয়াস্ত্র নিয়ে সুন্দরবনের দিকে যাচ্ছিল, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও পরিস্কার হতে চাইছে পুলিশ। ধৃতদের দুপুরে কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে।
বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি আর তার জেরে সীমান্ত এলাকাগুলিতে ক্রমবর্ধমান অনুপ্রবেশ ইস্যুতে তৎপর প্রশাসন। রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলিতে চলছে তল্লাশি। এরমধ্যে আবার জঙ্গি সন্দেহে রাজ্য থেকে একাধিকজনকে গ্রেফতারও করা হয়েছে। তাই প্রত্যেকটি বিষয় নিয়েই তৎপর পুলিশ প্রশাসন।