Saokat Molla-Suvendu Adhikari: ‘ক্ষমা চাইতে হবে’, শুভেন্দুকে আইনি নোটিস পাঠিয়ে হুঁশিয়ারি শওকতের

Satyajit Mondal | Edited By: সঞ্জয় পাইকার

Dec 27, 2024 | 9:59 PM

Saokat Molla-Suvendu Adhikari: ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার নিয়েই দুই বিধায়কের মধ্যে চাপানউতোর। গত শনিবার রাতে ক্যানিং থেকে গ্রেফতার করা হয় কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। কাশ্মীরের জঙ্গির আশ্রয়দাতা কে, তা নিয়েই শওকত মোল্লাকে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী।

Saokat Molla-Suvendu Adhikari: ক্ষমা চাইতে হবে, শুভেন্দুকে আইনি নোটিস পাঠিয়ে হুঁশিয়ারি শওকতের
শওকত মোল্লা (বাঁদিকে), শুভেন্দু অধিকারী (ডানদিকে)

Follow Us

ক্যানিং: ২৪ ঘণ্টা আগেই বিধানসভার বিরোধী দলনেতাকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর স্পষ্ট বক্তব্য, ক্ষমা চাইতে হবে বিধানসভার বিরোধী দলনেতাকে। না হলে মানহানির মামলা করবেন।

ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার নিয়েই দুই বিধায়কের মধ্যে চাপানউতোর। গত শনিবার রাতে ক্যানিং থেকে গ্রেফতার করা হয় কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। বিরোধীরা যখন এই নিয়ে সরব, তখন শওকত মোল্লা শুভেন্দুকে তোপ দেগে বলেছিলেন, “বাংলায় জঙ্গি ঢোকার দায়ভার কার? সীমান্তরক্ষী বাহিনী কী করছে? দায়ভার তো কেন্দ্রের।”

জবাব দিতে দেরি করেননি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। আর সেই জবাব দিতে গিয়েই শওকতকে জঙ্গি বলে উল্লেখ করেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন, “শওকত মোল্লা জঙ্গিদের লুকিয়ে রাখছিলেন। জাভেদ মুন্সি ধরা পড়ার পর তিনি আতঙ্কিত। কারণ, শওকত মোল্লাও আর একটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা নিরাপদ আশ্রয়ে রেখেছিল? জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আশ্রয় দেওয়ার অভিযোগে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে। সেইজন্য আতঙ্কিত।”

এই খবরটিও পড়ুন

শুভেন্দুর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন শওকত। আইনি নোটিস পাঠানোর হুঁশিয়ারি দেন। সেইমতো এদিন তিনি ডাকযোগে আইনি নোটিস পাঠিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতাকে।

এই নিয়ে শওকত মোল্লা বলেন, “বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। উনি যদি ক্ষমা না চান এবং সদুত্তর না দেন, তাহলে ওঁর বিরুদ্ধে মানহানির মামলা করব।” এখন বিধানসভার বিরোধী দলনেতা এই নোটিস নিয়ে কী বলেন, সেটাই দেখার।

 

Next Article
South 24 Parganas: গুলি ভর্তি বিদেশি পিস্তল ও ধারাল অস্ত্র, পুলিশের জালে ৬ চোরা কারবারি
Sundarban: সুন্দরবনে যাত্রীদের ব্যাগে দেদার তল্লাশি, লঞ্চের চালকদের সঙ্গেও কথা, কী হচ্ছে সেখানে?