Sonarpur Fraud Case: অভিনেত্রী পায়েল সরকারের ‘বার্থ-ডে পার্টি’তে দেখা, গ্ল্যামার দুনিয়ার হাতছানিতে খারাপ পরিণতি তরুণীর

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 23, 2021 | 9:17 AM

Narendrapur: প্রতারিত মহিলার বয়ান অনুযায়ী, তাঁর সঙ্গে ৬ই সেপ্টেম্বর অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিনের পার্টিতে আলাপ হয় ঋতুরাজ হালদার নামে ওই যুবকের।

Sonarpur Fraud Case: অভিনেত্রী পায়েল সরকারের বার্থ-ডে পার্টিতে দেখা, গ্ল্যামার দুনিয়ার হাতছানিতে খারাপ পরিণতি তরুণীর
সোনারপুরে প্রতারিত মহিলা (নিজস্ব চিত্র)

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: সিনেমা ও সিরিয়ালে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে কুপ্রস্তাব ও আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এক বাংলা সিরিয়ালের অভিনেত্রী। তিনি একজন মেকআপ আর্টিস্টও। অভিযুক্তের নাম ঋতুরাজ হালদার। গ্রেফতার করা হয়েছে তাঁকে।

প্রতারিত মহিলার বয়ান অনুযায়ী, তাঁর সঙ্গে ৬ই সেপ্টেম্বর অভিনেত্রী পায়েল সরকারের জন্মদিনের পার্টিতে আলাপ হয় ঋতুরাজ হালদার নামে ওই যুবকের। প্রতারিত মহিলার কাছে ঋতুরাজ নিজেকে সহকারি ডিরেক্টর বলে পরিচয় দেন।

ভালো বাংলা ছবিতে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ওই মহিলার কাছ থেকে ১০ হাজার টাকা নেন ঋতুরাজ। এমনটাই অভিযোগ প্রতারিত মহিলার। তারপর কাজ চাইলে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হত বলেও অভিযোহ।

এই ঘটনায় বুধবার বিকেলে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে হরিদেবপুর এলাকা থেকে রাতে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে।

প্রতারিত মহিলা বলেন. “আমি রিসেন্ট দুটো সিরিয়ালে অভিনয় করেছি। আমার দিদি পায়েল সরকারের জন্মদিনের পার্টিতে ঋতুরাজের সঙ্গে পরিচয় হয়। ওঁ আমাকে বলেছিলেন, তুমি ভালো অভিনয় করো। তোমাকে আরও ভালো কাজের সুযোগ দেবো। তবে তার জন্য ১০ হাজার টাকা চেয়েছিলেন। আমি কাজ খুঁজছিলাম। ১০ হাজার টাকা দিয়ে দিই। তবে তারপর যখন ওঁর সঙ্গে যোগাযোগ করি, তারপর দেখি এড়িয়ে যাচ্ছে। তারপর আমাকে ওঁর সঙ্গে দিঘায় যেতে বলেছিলেন। ওঁ একজন কো-অর্ডিনেটর। তবে সবার সঙ্গে পরিচয় দেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমাকে নানা কুপ্রস্তাব দিয়েছিলেন। আমি রাজি না হওয়ায় আমাকে হোয়াটসঅ্যাপে নোংরা ভয়েস মেসেজ পাঠান।”

অভিনেত্রী পায়েল সরকার বলেন, “আসলে এই ধরনের ঘটনাগুলো এখন বাড়ছে। আমি বেশ কিছু দিন ধরেই ওঁকে আনমোনা দেখছিলাম। প্রথমে কিছুই বলতে পারেনি। পরে চাপ দিতে কান্নায় ভেঙে পড়ে। ঋতুরাজের কীর্তি ও বলে। আমি সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। তারপর নরেন্দ্রপুর থানায় অভিযোগ করি। এফআইআর দায়ের হয়েছে।”

এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, সিরিয়ালে সুযোগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা নতুন ব্যাপার নয়। এই অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কত জনের সঙ্গে তিনি এমন প্রতারণা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেই নিউটাউনে ফটোশুটে এক মহিলার অভিযোগের ভিত্তিতে পর্ন চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয় ন্যুড (নগ্ন) ফটোগ্রাফির যুক্ত একাধিক মডেল, ফটোগ্রাফারকে।

আরও পড়ুন: Death by electrocution: গত ৩ দিনে ৬, এই দুর্যোগে মোট ৯! জমা জলে বাড়ছে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা

Next Article